ETV Bharat / state

Hanskhali Gangrape Case : ক্যামেরা দেখেই লুকোলেন মুখ, হাঁসখালি কাণ্ডে 'ধর্ষকের বাবা'-র তিনদিনের সিবিআই হেফাজত

author img

By

Published : Apr 30, 2022, 4:38 PM IST

আজ তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালিকে রানাঘাট আদালতে তোলা হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সাড়া দিয়ে মূল অভিযুক্তের বাবাকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (tmc leader Samarendra Gayali sent to cbi custody for 3 days ) ৷

Hanskhali Gangrape Case
Hanskhali Gangrape Case

হাঁসখালি, 30 এপ্রিল : প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে শুক্রবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করে সিবিআই ৷ যিনি মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির বাবা ৷ তথ্য গোপন, যড়যন্ত্র ও নাবালিকার পরিবারকে হুমকি-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সমর গয়ালিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে চাইছিল সিবিআই ৷ আজ তৃণমূল নেতাকে রানাঘাট আদালতে তুলে সেই আবেদন রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাতে সাড়া দিয়ে মূল অভিযুক্তের বাবাকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (tmc leader Samarendra Gayali sent to cbi custody for 3 days) ৷

4 এপ্রিল অর্থাৎ গণধর্ষণের রাত থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি ৷ জানা গিয়েছে, ছেলের কুকীর্তি সম্পর্কে নাকি সবরকম খবর ছিল তাঁর কাছে ৷ তবে এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার সুবাদে গুণধর ছেলেকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ৷ প্রমাণ লোপাটের জন্য নিজের প্রভাব খাটিয়ে জোর করে নাবালিকার দেহ পোড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ রয়েছে তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ৷ প্রসঙ্গত, ঘটনার পর থেকেই সমর গয়ালির বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছিলেন ৷

আরও পড়ুন : হাঁসখালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি

সিবিআইয়ের হাতে দায়িত্ব যেতেই যেন ঝড়ের গতিতে এগোচ্ছে হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত ৷ ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ শুক্রবার সমরেন্দু গয়ালি ছাড়াও তাঁর এক বন্ধু পীয়ুষকান্তি ভক্তকে গ্রেফতার করা হয় ৷ তাঁকেও তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে ৷ এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অনেক অজানা তথ্য বের হতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা ৷ যা এই গণধর্ষণ মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে ৷

হাঁসখালি, 30 এপ্রিল : প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে শুক্রবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করে সিবিআই ৷ যিনি মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির বাবা ৷ তথ্য গোপন, যড়যন্ত্র ও নাবালিকার পরিবারকে হুমকি-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সমর গয়ালিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে চাইছিল সিবিআই ৷ আজ তৃণমূল নেতাকে রানাঘাট আদালতে তুলে সেই আবেদন রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাতে সাড়া দিয়ে মূল অভিযুক্তের বাবাকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (tmc leader Samarendra Gayali sent to cbi custody for 3 days) ৷

4 এপ্রিল অর্থাৎ গণধর্ষণের রাত থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি ৷ জানা গিয়েছে, ছেলের কুকীর্তি সম্পর্কে নাকি সবরকম খবর ছিল তাঁর কাছে ৷ তবে এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার সুবাদে গুণধর ছেলেকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ৷ প্রমাণ লোপাটের জন্য নিজের প্রভাব খাটিয়ে জোর করে নাবালিকার দেহ পোড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ রয়েছে তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ৷ প্রসঙ্গত, ঘটনার পর থেকেই সমর গয়ালির বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছিলেন ৷

আরও পড়ুন : হাঁসখালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি

সিবিআইয়ের হাতে দায়িত্ব যেতেই যেন ঝড়ের গতিতে এগোচ্ছে হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত ৷ ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ শুক্রবার সমরেন্দু গয়ালি ছাড়াও তাঁর এক বন্ধু পীয়ুষকান্তি ভক্তকে গ্রেফতার করা হয় ৷ তাঁকেও তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে ৷ এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অনেক অজানা তথ্য বের হতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা ৷ যা এই গণধর্ষণ মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.