ETV Bharat / state

Body Found in Krishnanagar : তালাবন্ধ ফ্ল্যাটে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ, অন্তর্ঘাত! সন্দেহ পুলিশের - Body Recovered in Krishnanagar

কৃষ্ণনগরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body of An Old Woman Found in Krishnanagar) ৷ বৃদ্ধার ফ্ল্যাটে বাইরে থেকে তালা বন্ধ ছিল বলে জানা গিয়েছে ৷ সোমবার সন্ধ্যার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছে পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Krishnanagar News
Hanging Body of An Old Woman Recovered in Krishnanagar
author img

By

Published : Mar 29, 2022, 1:25 PM IST

কৃষ্ণনগর, 29 মার্চ : তালাবন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ (Hanging Body of An Old Woman Found in Krishnanagar) ৷ নদিয়ার কৃষ্ণনগরের হাইস্ট্রিট এলাকার ঘটনা ৷ দেহটি বিবস্ত্র অবস্থায় ফ্যান থেকে ঝুলছিল ৷ মৃত বৃদ্ধা রত্না সরকার কৃষ্ণনগর শিমূলতলা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন ৷ ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় অন্তর্ঘাতের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় রত্না সরকারের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ৷ বিষয়টি সন্দেহজনক হওয়ায়, প্রতিবেশীরা ফ্ল্যাটের জানালা দিয়ে ভিতরে উঁকি দিয়ে দেখেন, ঘরের ভিতরে বিবস্ত্র অবস্থায় রত্না সরকারের দেহ ঝুলছে ৷ প্রতিবেশীরাই পুলিশে খবর দেন ৷ কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে ৷ পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পেরেছেন, রত্না সরকার অবিবাহিত ৷ স্থানীয় কৃষ্ণনগর শিমূলতলা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন ৷ বেশ কয়েকবছর আগে তিনি অবসর নেন ৷

কৃষ্ণনগরের হাইস্ট্রিট এলাকায় বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে

আরও পড়ুন : Murder at Gobardanga : ত্রিকোণ প্রেমের সন্দেহের বশে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন ৷ বাড়ি থেকে তেমন বেরও হতেন না ৷ ফলে, গত কয়েকদিন তাঁর দেখা পাওয়া না গেলেও প্রতিবেশীরা খুব একটা সন্দেহ করেননি ৷ কিন্তু, এ দিন বিকেলের পর থেকে তাঁর ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হতেই প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ ঝুলন্ত অবস্থায় রত্না সরকারের দেহ উদ্ধার হলেও, দরজায় বাইরে থেকে তালা দেওয়া থাকায় অন্তর্ঘাতের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ কে বা কারা বাইরে থেকে তালা দিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

রত্না সরকারের ফ্ল্যাটে আসা যাওয়া ছিল, এমন লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত রত্না সরকারের মৃত্যুর বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ তদন্তকারীরা ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

কৃষ্ণনগর, 29 মার্চ : তালাবন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ (Hanging Body of An Old Woman Found in Krishnanagar) ৷ নদিয়ার কৃষ্ণনগরের হাইস্ট্রিট এলাকার ঘটনা ৷ দেহটি বিবস্ত্র অবস্থায় ফ্যান থেকে ঝুলছিল ৷ মৃত বৃদ্ধা রত্না সরকার কৃষ্ণনগর শিমূলতলা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন ৷ ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় অন্তর্ঘাতের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় রত্না সরকারের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ৷ বিষয়টি সন্দেহজনক হওয়ায়, প্রতিবেশীরা ফ্ল্যাটের জানালা দিয়ে ভিতরে উঁকি দিয়ে দেখেন, ঘরের ভিতরে বিবস্ত্র অবস্থায় রত্না সরকারের দেহ ঝুলছে ৷ প্রতিবেশীরাই পুলিশে খবর দেন ৷ কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে ৷ পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পেরেছেন, রত্না সরকার অবিবাহিত ৷ স্থানীয় কৃষ্ণনগর শিমূলতলা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন ৷ বেশ কয়েকবছর আগে তিনি অবসর নেন ৷

কৃষ্ণনগরের হাইস্ট্রিট এলাকায় বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে

আরও পড়ুন : Murder at Gobardanga : ত্রিকোণ প্রেমের সন্দেহের বশে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন ৷ বাড়ি থেকে তেমন বেরও হতেন না ৷ ফলে, গত কয়েকদিন তাঁর দেখা পাওয়া না গেলেও প্রতিবেশীরা খুব একটা সন্দেহ করেননি ৷ কিন্তু, এ দিন বিকেলের পর থেকে তাঁর ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হতেই প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ ঝুলন্ত অবস্থায় রত্না সরকারের দেহ উদ্ধার হলেও, দরজায় বাইরে থেকে তালা দেওয়া থাকায় অন্তর্ঘাতের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ কে বা কারা বাইরে থেকে তালা দিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

রত্না সরকারের ফ্ল্যাটে আসা যাওয়া ছিল, এমন লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত রত্না সরকারের মৃত্যুর বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ তদন্তকারীরা ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.