ETV Bharat / state

Nadia Body Recovered: কচুরিপানার মধ্য়ে আটকে মহিলার অর্ধনগ্ন দেহ, নদিয়ায় চাঞ্চল্য় - Half naked woman body recovered in Nadia

এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়াল (Body Recovered in Nadia) ৷ ঘটনাটি কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালি এলাকার ৷ পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

Nadia Body Recovered
নদিয়ায় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার
author img

By

Published : May 1, 2022, 1:39 PM IST

নদিয়া, 1 মে : মাথাভাঙ্গা নদীতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Body Recovered in Nadia) । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালি এলাকায় ৷ মৃতার নাম ও পরিচয় জানা যায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্বর্ণখালি এলাকার সাধারণ মানুষ নদীর ঘাটে নামতেই দেখতে পান কচুরিপানার মধ্যে জলে ভাসছে একটি মহিলার অর্ধনগ্ন মৃতদেহ । সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ থানাতে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে । এই নদীটি বাংলাদেশ থেকে দশ কিলোমিটার পর স্বর্ণখালীতে প্রবেশ করে । কীভাবে কোথা থেকে এই মৃতদেহটি ভেসে এল তা স্পষ্ট নয় । মহিলাকে খুন করে জলে ফেলে দিয়েছে, না কি স্নান করতে নেমে জলে ডুবে গিয়েছেন , অথবা বাংলাদেশ থেকে এদেশে ভেসে এসেছেন কিনা, এখনও পর্যন্ত তা কোনওটাই জানা যায়নি ৷

আরও পড়ুন : Couple's Body Recovered : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মৃতদেহর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । অন্য জায়গা থেকে দেহ চলে আসতে পারে ৷ ঘটনার তদন্ত শুরু করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

নদিয়া, 1 মে : মাথাভাঙ্গা নদীতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Body Recovered in Nadia) । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালি এলাকায় ৷ মৃতার নাম ও পরিচয় জানা যায়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্বর্ণখালি এলাকার সাধারণ মানুষ নদীর ঘাটে নামতেই দেখতে পান কচুরিপানার মধ্যে জলে ভাসছে একটি মহিলার অর্ধনগ্ন মৃতদেহ । সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ থানাতে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে । এই নদীটি বাংলাদেশ থেকে দশ কিলোমিটার পর স্বর্ণখালীতে প্রবেশ করে । কীভাবে কোথা থেকে এই মৃতদেহটি ভেসে এল তা স্পষ্ট নয় । মহিলাকে খুন করে জলে ফেলে দিয়েছে, না কি স্নান করতে নেমে জলে ডুবে গিয়েছেন , অথবা বাংলাদেশ থেকে এদেশে ভেসে এসেছেন কিনা, এখনও পর্যন্ত তা কোনওটাই জানা যায়নি ৷

আরও পড়ুন : Couple's Body Recovered : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মৃতদেহর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । অন্য জায়গা থেকে দেহ চলে আসতে পারে ৷ ঘটনার তদন্ত শুরু করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.