ETV Bharat / state

গ্রিন সিটি প্রকল্পে অত্যাধুনিক মানের অতিথি নিলয় রানাঘাটে

থাকার জন্য 10 টি ঘর, কনফারেন্স ঘর রয়েছে এখানে । এছাড়া সামনে ছোটোদের খেলার জন্য পার্কও থাকছে শীততাপ নিয়ন্ত্রিত এই অতিথি নিবাসে ।

Ranaghat news
ছবি
author img

By

Published : Jan 17, 2021, 8:50 PM IST

রানাঘাট, 17 জানুয়ারি : রানাঘাট শহরে চূর্ণী নদীর ধারে অবকাশ পার্কের পাশে তৈরি হল অত্যাধুনিক অতিথি নিলয় তটিনী । দেড় কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই অতিথি নিলয় । পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি প্রকল্পের মধ্যে দিয়ে নির্মাণ করা হয়েছে তটিনী ।

একবারে আধুনিক হিসাবে ধরা দিয়েছে এই অতিথি নিলয় । আজ এই অতিথি নিলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । থাকার জন্য 10 টি ঘর, কনফারেন্স ঘর রয়েছে এখানে । এছাড়া সামনে ছোটদের খেলার জন্য পার্কও থাকছে শীততাপ নিয়ন্ত্রিত এই অতিথি নিবাসে ।

কী কী থাকছে এই অতিথি নিলয়ে ?

আরও পড়ুন : গ্রিন সিটি প্ল্যাটিনামের তকমা পেল রাজারহাট-নিউটাউন

কনফারেন্স রুমে প্রায় 400 মানুষের বসার জায়গা করা হয়েছে । এর পাশাপাশি খাওয়ার ঘরে থাকছে প্রায় 200 মানুষের একসঙ্গে খাওয়ার আয়োজন। নদিয়া জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের অতিথি নিলয় তৈরি হল রাজ্য সরকারের গ্রিন সিটি প্রকল্পের হাত ধরে । এই অতিথি নিলয় আগামীদিনে জেলার পর্যটনকে আরও চাঙ্গা করবে বলেই মনে করেছেন অনেকে ।

রানাঘাট, 17 জানুয়ারি : রানাঘাট শহরে চূর্ণী নদীর ধারে অবকাশ পার্কের পাশে তৈরি হল অত্যাধুনিক অতিথি নিলয় তটিনী । দেড় কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই অতিথি নিলয় । পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি প্রকল্পের মধ্যে দিয়ে নির্মাণ করা হয়েছে তটিনী ।

একবারে আধুনিক হিসাবে ধরা দিয়েছে এই অতিথি নিলয় । আজ এই অতিথি নিলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । থাকার জন্য 10 টি ঘর, কনফারেন্স ঘর রয়েছে এখানে । এছাড়া সামনে ছোটদের খেলার জন্য পার্কও থাকছে শীততাপ নিয়ন্ত্রিত এই অতিথি নিবাসে ।

কী কী থাকছে এই অতিথি নিলয়ে ?

আরও পড়ুন : গ্রিন সিটি প্ল্যাটিনামের তকমা পেল রাজারহাট-নিউটাউন

কনফারেন্স রুমে প্রায় 400 মানুষের বসার জায়গা করা হয়েছে । এর পাশাপাশি খাওয়ার ঘরে থাকছে প্রায় 200 মানুষের একসঙ্গে খাওয়ার আয়োজন। নদিয়া জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের অতিথি নিলয় তৈরি হল রাজ্য সরকারের গ্রিন সিটি প্রকল্পের হাত ধরে । এই অতিথি নিলয় আগামীদিনে জেলার পর্যটনকে আরও চাঙ্গা করবে বলেই মনে করেছেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.