ETV Bharat / state

হিংসার জন্য নষ্ট হচ্ছে রাজ্যের ভাবমূর্তি : রাজ্যপাল - কল্যাণী

রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আজ রাজ্যপাল বলেন, "পশ্চিমবঙ্গের নাম হিংসার সঙ্গে জড়িয়ে গেছে ৷ নির্বাচনের সময় হিংসা ৷ অন্য সময়ও হিংসা ৷ আমি হাত জোড় করে অনুরোধ করছি, আসুন আমরা মিলিতভাবে রাজ্যের ভাবমূর্তির পরিবর্তন করার চেষ্টা করি ৷ "

Governor's concern about state's situation
জগদীপ ধনকড়
author img

By

Published : Jan 10, 2020, 9:43 PM IST

Updated : Jan 10, 2020, 11:36 PM IST

কল্যাণী, 10 জানুয়ারি : রাজ্যের পরিস্থিতি নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নদিয়ার কল্যাণীতে 23 তম বঙ্গসংস্কৃতি উৎসবের উদ্বোধন করতে আসেন তিনি ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি ও নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, "আমি কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করি না ৷ কিন্তু পর পর তিনটি বিস্ফোরণ সত্যিই চিন্তার বিষয় ৷ যেমনটা জানা যাচ্ছে বিনা লাইসেন্সে ব্যাপকহারে এ ধরনের কাজ হচ্ছে ৷ রাজ্যের উচিত যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা এবং কঠোর শাস্তি দেওয়া ৷ এ ধরনের ঘটনা রাজ্যের শান্তি-শৃঙ্খলায় প্রভাব ফেলছে ৷ প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ করা ৷ "

রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের নাম হিংসার সঙ্গে জড়িয়ে গেছে ৷ নির্বাচনের সময় হিংসা ৷ অন্য সময়ও হিংসা ৷ আমি হাতজোড় করে অনুরোধ করছি, আসুন আমরা মিলিতভাবে রাজ্যের ভাবমূর্তির পরিবর্তন করার চেষ্টা করি ৷ যতক্ষণ না এই ধরনের অপরাধমূলক কাজকর্ম রুখতে কঠোর পদক্ষেপ না করা যাবে, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি পালটানো যাবে না ৷ "

জানুয়ারির 3 তারিখ নৈহাটির একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷ পরে ওই কারখানা থেকে বাজেয়াপ্ত হওয়া বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে গতকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটিসহ পার্শ্ববর্তী এলাকা ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলির চুঁচুড়ার বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে ৷

কল্যাণী, 10 জানুয়ারি : রাজ্যের পরিস্থিতি নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নদিয়ার কল্যাণীতে 23 তম বঙ্গসংস্কৃতি উৎসবের উদ্বোধন করতে আসেন তিনি ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি ও নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, "আমি কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করি না ৷ কিন্তু পর পর তিনটি বিস্ফোরণ সত্যিই চিন্তার বিষয় ৷ যেমনটা জানা যাচ্ছে বিনা লাইসেন্সে ব্যাপকহারে এ ধরনের কাজ হচ্ছে ৷ রাজ্যের উচিত যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা এবং কঠোর শাস্তি দেওয়া ৷ এ ধরনের ঘটনা রাজ্যের শান্তি-শৃঙ্খলায় প্রভাব ফেলছে ৷ প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ করা ৷ "

রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের নাম হিংসার সঙ্গে জড়িয়ে গেছে ৷ নির্বাচনের সময় হিংসা ৷ অন্য সময়ও হিংসা ৷ আমি হাতজোড় করে অনুরোধ করছি, আসুন আমরা মিলিতভাবে রাজ্যের ভাবমূর্তির পরিবর্তন করার চেষ্টা করি ৷ যতক্ষণ না এই ধরনের অপরাধমূলক কাজকর্ম রুখতে কঠোর পদক্ষেপ না করা যাবে, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি পালটানো যাবে না ৷ "

জানুয়ারির 3 তারিখ নৈহাটির একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷ পরে ওই কারখানা থেকে বাজেয়াপ্ত হওয়া বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে গতকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটিসহ পার্শ্ববর্তী এলাকা ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলির চুঁচুড়ার বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে ৷

Intro:উত্তর 24 পরগনার নৈহাটিতে বাজি কারখানায় পাঁচ জন নিহত এবং পরবর্তীতে বাজি নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ক্ষয়ক্ষতির ঘটনা রীতিমতো উদ্বেগজনক বলে রাজ্যপাল জগদীপ ধনকার মন্তব্য করেছেন। নদীয়ার কল্যাণীতে আজ 23 তম বঙ্গসংস্কৃতি উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল পরে সাংবাদিকদের জানান, এ রাজ্যে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকেই একের পর এক হিংসার ঘটনা ঘটছে। এনআরসি'র নামে তান্ডব চালানো হয়েছে, রেলের সম্পত্তি ক্ষতি করা হয়েছে। নৈহাটির মতো ঘটনায় যারা বিনা লাইসেন্সে বাজি কারখানা চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া। নৈহাটির ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এনআইএ তদন্তের যে দাবি জানিয়েছেন সে বিষয়ে রাজ্যপাল সরাসরি কোন মন্তব্য না করলেও এরাজ্যের সুনাম নষ্ট করতে যারা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে রাজ্যপাল অভিমত ব্যক্ত করেছেন।
কল্যাণীর সিভিক সেন্টার ময়দানে আয়োজিত এই বঙ্গ সংস্কৃতি উৎসবে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু স্টল ছাড়াও অন্যান্য সংস্থার মোট শতাধিক স্টল রয়েছে। উৎসব চলবে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত।Body:KALYANI GOVERNORConclusion:
Last Updated : Jan 10, 2020, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.