ETV Bharat / state

ভিক্ষা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1000 টাকা দান নদিয়ার ভ্যানচালকের

নিজের সংসারেই নুন আনতে পান্তা ফুরোয় । পাশাপাশি লকডাউনে রোজগারের পথও বন্ধ । কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে ছোট্ট হলেও কিছু একটা অবদান রাখতে চেয়েছিলেন গোপীনাথবাবু । সেই ইচ্ছেকে সম্বল করেই বাড়ি বাড়ি টাকা সংগ্রহে বেরিয়ে পড়েন । এমনকী বাজারে আসা যাওয়া মানুষদের কাছে হাত পাততেও দ্বিধাবোধ করেননি ।

গোপীনাথ দাস
গোপীনাথ দাস
author img

By

Published : Apr 15, 2020, 4:52 PM IST

শান্তিপুর, 15 এপ্রিল: এই লকডাউনে দিন আনি দিন খাই পরিবারের একমাত্র রোজগেরে মানুষটির আয়ের পথও বন্ধ । কিন্তু কথায় বলে না ইচ্ছে থাকলেই উপায় হয় । তাই বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চিন্তে আর বাজার এলাকায় ভিক্ষা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1001 টাকা তুলে দিলেন নদিয়ার ভ্যানচালক গোপীনাথ দাস ।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া তালতলা পাড়ার বাসিন্দা গোপীনাথ দাস । বয়স 65 বছর । পেশায় ভ্যানচালক এবং সেইসঙ্গে এলাকায় লোকশিল্পী হিসেবে পরিচিতি রয়েছে । নিজের সংসারেই নুন আনতে পান্তা ফুরোয় । পাশাপাশি লকডাউনে রোজগারের পথও বন্ধ । কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে ছোট্ট হলেও কিছু একটা অবদান রাখতে চেয়েছিলেন গোপীনাথবাবু । সেই ইচ্ছেকে সম্বল করেই বাড়ি বাড়ি টাকা সংগ্রহে বেরিয়ে পড়েন । এমনকী বাজারে আসা যাওয়া মানুষদের কাছে হাত পাততেও দ্বিধাবোধ করেননি । এভাবেই হাজারখানেক টাকা সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন তিনি । বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথের হাতে টাকা তুলে দেন । গোপীনাথ দাসের কথায়, "সাধারণ মানুষের কথা ভেবে বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন বাজারে ভিক্ষা করে 985 টাকা তুলেছিলাম । এর সঙ্গে নিজের বাড়ি থেকে আরও 16 টাকা নিয়ে মোট 1001 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য শান্তিপুর উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দিয়েছি ।" তাঁর এই ছোট্ট প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষেরা ।

লকডাউনের কারণে দেশ তথা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে । সবথেকে সমস্যায় পড়েছে দরিদ্র মানুষেরা । সেইসব পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফ থেকেও ত্রাণ তহবিল খোলা হয়েছে । নেতা-মন্ত্রী, সেলেব থেকে সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন । কিন্তু নদিয়ার ভ্যানচালক গোপীনাথ দাসের প্রয়াস সকলের মন জয় করে নিয়েছে ।

শান্তিপুর, 15 এপ্রিল: এই লকডাউনে দিন আনি দিন খাই পরিবারের একমাত্র রোজগেরে মানুষটির আয়ের পথও বন্ধ । কিন্তু কথায় বলে না ইচ্ছে থাকলেই উপায় হয় । তাই বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চিন্তে আর বাজার এলাকায় ভিক্ষা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1001 টাকা তুলে দিলেন নদিয়ার ভ্যানচালক গোপীনাথ দাস ।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া তালতলা পাড়ার বাসিন্দা গোপীনাথ দাস । বয়স 65 বছর । পেশায় ভ্যানচালক এবং সেইসঙ্গে এলাকায় লোকশিল্পী হিসেবে পরিচিতি রয়েছে । নিজের সংসারেই নুন আনতে পান্তা ফুরোয় । পাশাপাশি লকডাউনে রোজগারের পথও বন্ধ । কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে ছোট্ট হলেও কিছু একটা অবদান রাখতে চেয়েছিলেন গোপীনাথবাবু । সেই ইচ্ছেকে সম্বল করেই বাড়ি বাড়ি টাকা সংগ্রহে বেরিয়ে পড়েন । এমনকী বাজারে আসা যাওয়া মানুষদের কাছে হাত পাততেও দ্বিধাবোধ করেননি । এভাবেই হাজারখানেক টাকা সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন তিনি । বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথের হাতে টাকা তুলে দেন । গোপীনাথ দাসের কথায়, "সাধারণ মানুষের কথা ভেবে বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন বাজারে ভিক্ষা করে 985 টাকা তুলেছিলাম । এর সঙ্গে নিজের বাড়ি থেকে আরও 16 টাকা নিয়ে মোট 1001 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য শান্তিপুর উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দিয়েছি ।" তাঁর এই ছোট্ট প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষেরা ।

লকডাউনের কারণে দেশ তথা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে । সবথেকে সমস্যায় পড়েছে দরিদ্র মানুষেরা । সেইসব পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফ থেকেও ত্রাণ তহবিল খোলা হয়েছে । নেতা-মন্ত্রী, সেলেব থেকে সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন । কিন্তু নদিয়ার ভ্যানচালক গোপীনাথ দাসের প্রয়াস সকলের মন জয় করে নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.