ETV Bharat / state

রানাঘাটে গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত বাড়ি - রানাঘাটে গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত বাড়ি

নদিয়ার রানাঘাট থানার জিরাট পাড়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন । ভস্মীভূত গোটা বাড়ি ।

gas cylinder blast sparks fire at a house at ranaghat
author img

By

Published : Aug 3, 2020, 9:45 PM IST

রানাঘাট, 3 অগাস্ট : গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে ভস্মীভূত হল একটি বাড়ি । হতাহতের কোনও খবর নেই । ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক হাজার টাকা । আজ সকালে রানাঘাট থানার জিরাট পাড়া এলাকায় ঘটনাটি ঘটে ।

জিরাট পাড়ায় অমল হালদারের বাড়ি । আজ সকালে রান্না করছিলেন অমলবাবুর স্ত্রী সুপ্রিয়া হালদার । অভিযোগ, রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়। এরপর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থানে আসেন । তাঁদের চেষ্টায় আগুন নেভানো গেলেও তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে ।

পরে খবর পেয়ে দমকলকে একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । ততক্ষনে গোটা ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় । ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ ।

রানাঘাট, 3 অগাস্ট : গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে ভস্মীভূত হল একটি বাড়ি । হতাহতের কোনও খবর নেই । ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক হাজার টাকা । আজ সকালে রানাঘাট থানার জিরাট পাড়া এলাকায় ঘটনাটি ঘটে ।

জিরাট পাড়ায় অমল হালদারের বাড়ি । আজ সকালে রান্না করছিলেন অমলবাবুর স্ত্রী সুপ্রিয়া হালদার । অভিযোগ, রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়। এরপর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থানে আসেন । তাঁদের চেষ্টায় আগুন নেভানো গেলেও তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে ।

পরে খবর পেয়ে দমকলকে একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । ততক্ষনে গোটা ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় । ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.