শান্তিপুর, 21 মে : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক অজয় দে । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া ।
নদিয়া জেলার শান্তিপুর বিধানসভায় প্রায় 25 বছর ধরে বিধায়ক পদে থেকেছেন অজয় দে । প্রথমে কংগ্রেস এবং পরে রাজ্যের তৃণমূল সরকার আসার পর জোড়াফুলে যোগদান করেন তিনি । 2016 বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী অরিন্দম ভট্টাচার্য কাছে প্রথমবার পরাজিত হন । এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁকে শান্তিপুর থেকে ফের প্রার্থী হিসেবে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এবারও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় 15 হাজার ভোটে পরাজিত হন ।
আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের
দিন পনেরো আগে অসুস্থ হয়ে পড়েন অজয় দে ৷ শান্তিপুর হাসপাতালে রাপিড টেস্ট করান । সেখানেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে । বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি । তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ভেন্টিলেশনে রাখা হয় প্রাক্তন বিধায়ককে ৷ আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷