নদিয়া, 28 নভেম্বর : ঘন কুয়াশা, অত্যাধিক গতি নাকি চালকের মত্ত অবস্থা ? মর্মান্তিক পথ দুর্ঘটনার কারণ কী হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ নদিয়ার হাঁসখালির দক্ষিণপাড়া ফুলবাড়িতে গতকাল গভীর রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে রাতেই মৃত্যু হয় 17 জনের (several died in a road accident in Nadia) ৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের ৷ মৃতের সংখ্যা এরপরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দে পড়েছে পুলিশ ৷ তদন্ত শুরু করেছে হাঁসখালি থানা ৷
উত্তর 24 পরগনা বাগদা থানার পার মদনপুর এলাকা থেকে শবদেহ নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার সময় ফুলবাড়ি এলাকার রাজ্য সড়কে একটি পাথরবোঝাই লরির সঙ্গে 407 ম্যাটাডোরের সরাসরি সংঘর্ষ ঘটে । ম্যাটাডোরটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা 10 চাকার লরিকে এসে সজোরে ধাক্কা মারে ৷ ম্যাটাডোরটিতে ছিলেন 30 জনেরও বেশি শ্মশানযাত্রী ৷ জানা যাচ্ছে, তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও ছিল ৷
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে ৷ রানাঘাট থানার এসডিপিও দীপক অধিকারী জানান, দুর্ঘটনাস্থলেই 11 জন মারা যান ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আরও 6 জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ মৃত এবং জখমদের মধ্যে কয়েকজন শিশু এবং মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এখনই এনিয়ে বিস্তারিত জানাতে চাইলেন না পুলিশ আধিকারিক ৷ দুর্ঘটনার কারণ কী তা জানতে চাইলে আধিকারিক জানান, শ্মশানযাত্রীদের গাড়ি উল্টোদিকে এসে বালিবোঝাই লরিটিকে ধাক্কা মেরেছে ৷ চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ ম্যাটাডোরের চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও তদন্ত না করে বলা যাবে না ৷ ম্যাটাডোরের গতি কতটা ছিল সে সম্পর্কেও এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না ৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে ৷
স্থানীয় কাঞ্চন দাস জানান, রাত বারোটা-সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ইদানীং রাত বাড়লে খানিক শীতও বাড়ছে ৷ তাই অত রাতে তেমন কেউ বাড়ির বাইরে থাকছেন না ৷ কাঞ্চনও ছিলেন না ৷ তবে তাঁরা শ্মশানযাত্রীদের হরিবল ধ্বনি শুনতে পান ৷ কাঞ্চন জানান, অনেকটা জয়ধ্বনির মতো করে হরিবল ধ্বনি দিচ্ছিলেন শ্মশানযাত্রীরা ৷ শুনতে পেলেও শবযাত্রা দেখতে আলাদা করে আর বাইরে বের হননি ৷ তাই ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তিনি সচক্ষে দেখেননি ৷ তবে দুর্ঘটনার পর বাইরে বেরিয়ে দেখেন তা তাঁর বাড়ির একেবারে সামনেই হয়েছে ৷ দেখা যায়, গাড়ির মধ্যে জড়াজড়ি হয়ে পড়ে রয়েছে মৃতদেহগুলি ৷ একটা থেকে আরেকটি দেহ হাত-পা ধরে টেনে হিঁচড়ে আলাদা করতে হচ্ছে ৷ ছাদে দাঁড়িয়ে ম্যাটাডোর থেকে মৃতদেহ নামাতে দেখেন ওই গৃহবধূ ৷
কাঞ্চন জানান, অত রাতে এমন ভয়ানক দুর্ঘটনায় স্থানীয়রা একটু ঘাবড়ে যান ৷ তাই তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হতেও খানিক দেরি হয় ৷ পুলিশ এসেও প্রথমে হতচকিত হয়ে পড়ে ৷ একদম প্রথমদিকে পুলিশ কর্মীদের দেখেও কিংকর্তব্যবিমূঢ় বলে মনে হয় ৷ তারপর আস্তে আস্তে উদ্ধার কাজে হাত লাগান তাঁর স্বামী-ছেলের পাশাপাশি স্থানীয় মানুষ-পুলিশও ৷ তাঁর বাড়ির একেবারে সামনেই দুর্ঘটনাটি ঘটলেও একটা গাড়ি আরেকটি গাড়িকে এসে সজোরে ধাক্কা মারার শব্দ কেন তিনি বা তাঁরা শুনতে পেলেন না সে বিষয়ে কিছু জানাতে পারলেন না গৃহবধূ ৷
গতরাতে দুর্ঘটনার পর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিহত এবং জখমদের ৷ সেখানেই চিকিৎসা শুরু হয় আহতদের ৷ প্রাথমিকভাবে 17 জনের মৃত্যু ঘটলেও পরে সেই সংখ্যা বেড়েছে ৷ তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ স্থানীয়দের দাবি, গাড়ির গতিবেগ অনেক বেশি থাকার পাশাপাশি ঘন কুয়াশা কাল হয়ে দাঁড়ায় ৷ পাশাপাশি চালকের মদ্যপ থাকার সম্ভাবনাও গোটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তদন্ত চালাচ্ছে পুলিশ ৷
আরও পড়ুন : Nadia Accident Death : শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোরের ধাক্কা লরিতে, প্রাণ হারালেন 18 জন