ETV Bharat / state

Firhad Hakim Criticises BJP: 'রাজ্যে গব্বর সিংরা আসছেন', বিজেপি নেতাদের কটাক্ষ ফিরহাদের - Firhad Hakim attacks BJP

শনিবার রানাঘাট পৌরসভার এক অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim at Ranaghat)৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 21, 2023, 9:44 PM IST

বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

রানাঘাট, 21 জানুয়ারি: রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি'র কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সফর ধীরে ধীরে বাড়ছে ৷ কয়েকদিন আগেই দলীয় কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ দু'দিন আগে বেথুয়াডহরিতে সভা করে গিয়েছেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আরএসএস প্রধান মোহন ভগবতও বর্তমানে রাজ্য সফরে রয়েছেন ৷ নাম না-করে গেরুয়া শিবিরের এই নেতাদের 'গব্বর সিং' বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim attacks BJP) ৷

শনিবার রানাঘাট পৌরসভার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যে গব্বর সিংরা আসছে ৷ আরও আসবে ৷ কিন্তু আমরা ভয় ছাড়া নির্ভিকভাবে মাথা তুলে দাঁড়াব ৷" এদিন তাঁর আরও কটাক্ষ, বাংলায় এসে ওরা যতই দু'শো দু'শো করুক তাদের ওই লক্ষ্য কোনওদিনই পূরণ হবে না ৷ পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এদিন জানান, আবাস যোজনার ভুল নামের তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করেছেন । মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা পাওয়ার যোগ্য তাঁদেরকেই দেওয়া হবে ৷ তাই তৃতীয় পক্ষকে দিয়ে তদন্ত করিয়ে 17 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ।

আরও পড়ুন: নওশাদের পাশে শুভেন্দু ! বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সরব বিজেপি

ফিরহাদের কথায়, "এই খবর মিডিয়া বা বিরোধী দল জানত না । যখনই শুনেছে তখনই লাফাতে লাফাতে চলে এসছে ।" কেন্দ্রের বিরুদ্ধে এদিন ফের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন এই তৃণমূল নেতা ৷ বলেছেন, "কেন্দ্রের প্রকল্পগুলি নিয়ে প্রচারে যাবে বিজেপি ৷ কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করে ওই প্রচারে কোনও লাভ হবে না । কেন্দ্র সরকার আমাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে সেই টাকা যে প্রকল্প বাবদ দেয়, তা বাংলার মানুষের অধিকার । সেটা কেন্দ্রীয় সরকারের বা বিজেপির পিতৃকুলের টাকা নয় । বাংলার মানুষের টাকা, সেই টাকার একটা অংশ দেয় । কোনও দয়া করে না । এই যে এখন টাকাটা দিচ্ছে না ৷ সেটা বাংলার মানুষকে বঞ্চনা করা ।" তাঁর দাবি, বিজেপি যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলতে পারবে না ৷

বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

রানাঘাট, 21 জানুয়ারি: রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি'র কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সফর ধীরে ধীরে বাড়ছে ৷ কয়েকদিন আগেই দলীয় কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ দু'দিন আগে বেথুয়াডহরিতে সভা করে গিয়েছেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আরএসএস প্রধান মোহন ভগবতও বর্তমানে রাজ্য সফরে রয়েছেন ৷ নাম না-করে গেরুয়া শিবিরের এই নেতাদের 'গব্বর সিং' বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim attacks BJP) ৷

শনিবার রানাঘাট পৌরসভার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যে গব্বর সিংরা আসছে ৷ আরও আসবে ৷ কিন্তু আমরা ভয় ছাড়া নির্ভিকভাবে মাথা তুলে দাঁড়াব ৷" এদিন তাঁর আরও কটাক্ষ, বাংলায় এসে ওরা যতই দু'শো দু'শো করুক তাদের ওই লক্ষ্য কোনওদিনই পূরণ হবে না ৷ পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এদিন জানান, আবাস যোজনার ভুল নামের তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করেছেন । মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা পাওয়ার যোগ্য তাঁদেরকেই দেওয়া হবে ৷ তাই তৃতীয় পক্ষকে দিয়ে তদন্ত করিয়ে 17 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ।

আরও পড়ুন: নওশাদের পাশে শুভেন্দু ! বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সরব বিজেপি

ফিরহাদের কথায়, "এই খবর মিডিয়া বা বিরোধী দল জানত না । যখনই শুনেছে তখনই লাফাতে লাফাতে চলে এসছে ।" কেন্দ্রের বিরুদ্ধে এদিন ফের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন এই তৃণমূল নেতা ৷ বলেছেন, "কেন্দ্রের প্রকল্পগুলি নিয়ে প্রচারে যাবে বিজেপি ৷ কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করে ওই প্রচারে কোনও লাভ হবে না । কেন্দ্র সরকার আমাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে সেই টাকা যে প্রকল্প বাবদ দেয়, তা বাংলার মানুষের অধিকার । সেটা কেন্দ্রীয় সরকারের বা বিজেপির পিতৃকুলের টাকা নয় । বাংলার মানুষের টাকা, সেই টাকার একটা অংশ দেয় । কোনও দয়া করে না । এই যে এখন টাকাটা দিচ্ছে না ৷ সেটা বাংলার মানুষকে বঞ্চনা করা ।" তাঁর দাবি, বিজেপি যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলতে পারবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.