ETV Bharat / state

Nadia Fire : আগুনে ভস্মীভূত নদিয়ার কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান - Nadia Fire

নদিয়ার নাকাশিপাড়ায় বহু বছর আগের কংগ্রেস কার্যালয় পুড়ে ছাই ৷ কার্যালয়ের সংলগ্ন বেশ কয়েকটি দোকানও ওই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে (fire breaks out at a market of nakashipara) ৷ শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে ৷ কংগ্রেস নেতৃত্বদের অনুমান এর পিছনে কোনও দুষ্কৃতি রয়েছে ৷

nadia fire News
নদিয়ার কংগ্রেস কার্যালয় পুড়ে ছাই
author img

By

Published : May 14, 2022, 7:32 PM IST

নাকাশিপাড়া, 14 মে : গভীর রাতে আগুনে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান (Fire Breaks Out at Nadia) । দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চলের যুগপুর বাজার এলাকার।

সূত্রের খবর, 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় রয়েছে। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খোলা হয় ৷ দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন কংগ্রেস কর্মীরা। কার্যালয়টি বাজারের মধ্যে অবস্থিত এবং দোকানের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। প্রতিদিনের মতো শুক্রবারও রাত 9টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান কংগ্রেস নেতৃত্বরা।

রাত 12.30 নাগাদ তাঁদের কাছে খবর যায় কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে কার্যালয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘণ্টা দু'য়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কংগ্রেস কার্যালয়টি পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের পাশের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে গিয়েছে ৷

অগ্নিকাণ্ডে ভস্মীভূত নদিয়ার কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান

আরও পড়ুন : আবাস যোজনার টাকা দুর্নীতির অভিযোগ, শান্তিপুর পৌরসভা ঘেরাও স্থানীয়দের

কংগ্রেস নেতৃত্বদের অনুমান দুষ্কৃতী এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। এ বিষয়ে নাকাশিপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি পুলক সিংহ বলেন, "এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।" তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

নাকাশিপাড়া, 14 মে : গভীর রাতে আগুনে ভস্মীভূত 50 বছরের পুরনো কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান (Fire Breaks Out at Nadia) । দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চলের যুগপুর বাজার এলাকার।

সূত্রের খবর, 50 বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় রয়েছে। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খোলা হয় ৷ দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন কংগ্রেস কর্মীরা। কার্যালয়টি বাজারের মধ্যে অবস্থিত এবং দোকানের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। প্রতিদিনের মতো শুক্রবারও রাত 9টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান কংগ্রেস নেতৃত্বরা।

রাত 12.30 নাগাদ তাঁদের কাছে খবর যায় কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে কার্যালয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘণ্টা দু'য়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কংগ্রেস কার্যালয়টি পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের পাশের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে গিয়েছে ৷

অগ্নিকাণ্ডে ভস্মীভূত নদিয়ার কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান

আরও পড়ুন : আবাস যোজনার টাকা দুর্নীতির অভিযোগ, শান্তিপুর পৌরসভা ঘেরাও স্থানীয়দের

কংগ্রেস নেতৃত্বদের অনুমান দুষ্কৃতী এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। এ বিষয়ে নাকাশিপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি পুলক সিংহ বলেন, "এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।" তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.