ETV Bharat / state

Death after consuming liquor : শান্তিপুরে মদ খেয়ে বাড়ি ফিরে মৃত ব্যক্তি, বিষক্রিয়ার অভিযোগ পরিবারের - শান্তিপুরে মদ খেয়ে বাড়ি ফিরে মৃত ব্যক্তি

বন্ধুরা মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে গিয়েছিল ৷ তারপর বাড়ি ফিরে আর ঘুম ভাঙেনি শান্তিপুরের বাসিন্দা সাকিবুল হোসেনের ৷ পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে (Family alleges of conspiracy over death after consuming liquor in Santipur) ৷

Death after consuming liquor
শান্তিপুরে মদ খেয়ে বাড়ি ফিরে মৃত ব্যক্তি
author img

By

Published : Jan 4, 2022, 2:26 PM IST

শান্তিপুর, 4 জানুয়ারি : মদের সঙ্গে বিষ মিশিয়ে, তা খাইয়ে মেরে ফেলার অভিযোগ তুলল পরিবার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর 23 নম্বর ওয়ার্ডের কারিকর পাড়ায় । মৃত ব্যক্তির নাম সাকিবুল হোসেন (41) ৷

পরিবারের অভিযোগ, গতকাল সন্ধে নাগাদ সাকিবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর কয়েকজন বন্ধু । রাত এগারোটা নাগাদ তারা হাসিবুলকে মদ্যপ অবস্থায় বাড়িতে দিয়ে যায় । সকাল হতে সাকিবুল ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের ৷ তাঁকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন (Family alleges of conspiracy over death after consuming liquor in Santipur) ।

আরও পড়ুন : Couple Caught for under age marriage: 15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে, আটক যুগল

রহস্যজনক এই ঘটনায় পরিবারের মনে অভিযোগের দানা বেঁধেছে ৷ সাকিবুলের ভাইয়ের অভিযোগ, গতকাল রাতে তার দু'জন বন্ধু সাকিবুলকে বাড়িতে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় । তারা সাকিবুলকে মদের সঙ্গে বিষ জাতীয় কিছু খাইয়ে মেরে ফেলেছে । মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ।

এই মৃত্যুতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সাকিবুলের পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

শান্তিপুর, 4 জানুয়ারি : মদের সঙ্গে বিষ মিশিয়ে, তা খাইয়ে মেরে ফেলার অভিযোগ তুলল পরিবার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর 23 নম্বর ওয়ার্ডের কারিকর পাড়ায় । মৃত ব্যক্তির নাম সাকিবুল হোসেন (41) ৷

পরিবারের অভিযোগ, গতকাল সন্ধে নাগাদ সাকিবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর কয়েকজন বন্ধু । রাত এগারোটা নাগাদ তারা হাসিবুলকে মদ্যপ অবস্থায় বাড়িতে দিয়ে যায় । সকাল হতে সাকিবুল ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের ৷ তাঁকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন (Family alleges of conspiracy over death after consuming liquor in Santipur) ।

আরও পড়ুন : Couple Caught for under age marriage: 15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে, আটক যুগল

রহস্যজনক এই ঘটনায় পরিবারের মনে অভিযোগের দানা বেঁধেছে ৷ সাকিবুলের ভাইয়ের অভিযোগ, গতকাল রাতে তার দু'জন বন্ধু সাকিবুলকে বাড়িতে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় । তারা সাকিবুলকে মদের সঙ্গে বিষ জাতীয় কিছু খাইয়ে মেরে ফেলেছে । মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ।

এই মৃত্যুতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সাকিবুলের পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.