ETV Bharat / state

TMC Worker Shot Dead: গোষ্ঠীদ্বন্দ্বের জের ! নদিয়ায় গুলিতে মৃত তৃণমূল কর্মী, আহত 2 - মৃত তৃণমূল কর্মী

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নদিয়ার নাকাশিপাড়ায় গুলিতে মৃত্যু হল তৃণমূল কর্মীর ৷ আহত হয়েছেন দুই জন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

TMC Worker Shot Dead
নদিয়ায় গুলিতে মৃত তৃণমূল কর্মী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 2:44 PM IST

Updated : Aug 30, 2023, 3:27 PM IST

নদিয়ায় গুলিতে মৃত তৃণমূল কর্মী

নাকাশিপাড়া, 30 অগস্ট: আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । নদিয়ায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে একজনের ৷ মৃত তৃণমূল কর্মীর নাম সাফেজ্জল দফাদার । আহত হয়েছেন আরও দুই জন ৷

নদিয়ার নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকার ঘটনা । আহত ব্যক্তির পরিবারের সদস্য গুলমিশা বিবির অভিযোগ, তাঁদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন । বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্য এক গোষ্ঠী তাঁদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ ।

তাঁর অভিযোগ, এ দিন তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা হঠাৎ তাঁদের বাড়িতে হামলা চালায় ৷ এরপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁর স্বামী, ছেলে-সহ আরও একজনকে । তাঁদের বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে, দুষ্কৃতীরা বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করে ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় । ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন আরও দুই জন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে ।

আরও পড়ুন: পঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, গণইস্তফা পঞ্চায়েত সদস্যদের

পরিবারের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরেই তৃণমূল দল করেন ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছে বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা । সেই কারণেই তাঁরা হামলা চালিয়েছেন বলে মনে করছে আহতদের পরিবার ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।

এ বিষয়ে নাকাশিপাড়ার বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, "এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নয় । পুরোটাই ব্যক্তিগত অশান্তি । এরা উভয়পক্ষ আমাদের দল করে, তবে এটা রাজনৈতিক কোনও ঘটনা নয় । পুলিশ তদন্ত করছে ৷ তদন্তের পরই সত্য প্রকাশিত হবে ৷"

নদিয়ায় গুলিতে মৃত তৃণমূল কর্মী

নাকাশিপাড়া, 30 অগস্ট: আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । নদিয়ায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে একজনের ৷ মৃত তৃণমূল কর্মীর নাম সাফেজ্জল দফাদার । আহত হয়েছেন আরও দুই জন ৷

নদিয়ার নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকার ঘটনা । আহত ব্যক্তির পরিবারের সদস্য গুলমিশা বিবির অভিযোগ, তাঁদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন । বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্য এক গোষ্ঠী তাঁদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ ।

তাঁর অভিযোগ, এ দিন তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা হঠাৎ তাঁদের বাড়িতে হামলা চালায় ৷ এরপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁর স্বামী, ছেলে-সহ আরও একজনকে । তাঁদের বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে, দুষ্কৃতীরা বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করে ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় । ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন আরও দুই জন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে ।

আরও পড়ুন: পঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, গণইস্তফা পঞ্চায়েত সদস্যদের

পরিবারের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরেই তৃণমূল দল করেন ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছে বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা । সেই কারণেই তাঁরা হামলা চালিয়েছেন বলে মনে করছে আহতদের পরিবার ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।

এ বিষয়ে নাকাশিপাড়ার বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, "এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নয় । পুরোটাই ব্যক্তিগত অশান্তি । এরা উভয়পক্ষ আমাদের দল করে, তবে এটা রাজনৈতিক কোনও ঘটনা নয় । পুলিশ তদন্ত করছে ৷ তদন্তের পরই সত্য প্রকাশিত হবে ৷"

Last Updated : Aug 30, 2023, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.