কৃষ্ণনগর, 26 ফেব্রুয়ারি : যুবতিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল কৃষ্ণনগর দায়রা আদালত । পরকীয়া সম্পর্কের জেরে তিন বছর আগে প্রেমিকের হাতে খুন হয় পূজা কীর্তনীয়া (28) নামে এক যুবতি । দীর্ঘদিন বিচার চলার পর আজ সাজা ঘোষণা করল কৃষ্ণনগর অতিরিক্ত দায়রা আদালত ।
নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার হিদিরপুর গ্রামের বাসিন্দা পূজা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এলাকারই ব্যক্তি সমরেশ বিশ্বাসের সঙ্গে । জানা গেছে , তারা একই জায়গায় কাজ করত । সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে । অন্যদিকে, খবর কানে পৌঁছাতেই কেরালা থেকে পূজার স্বামী বাড়ি ফিরে আসে । এরপরই পূজা সমরেশের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ চায় । না হলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ভয় দেখায় পূজা । ঠিক তখনই সমরেশ নিজেই পূজার গায়ে আগুন লাগিয়ে দেয় । এরপরে তাঁকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশকে গোপন জবানবন্দি দেওয়ার পরই মৃত্যু হয় তাঁর । এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
দীর্ঘদিন এই মামলার বিচার চলছিল । অবশেষে আজ কৃষ্ণনগর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে । সেই সঙ্গে 20,000 টাকা জরিমানা করা হয় ।