ETV Bharat / state

Youth Murder in Nadia: কাজ দেওয়ার নাম করে ডেকে ভাইকে 'খুন', অভিযুক্ত দাদা

দাদার বাড়ি থেকে উদ্ধার ভাইয়ের রক্তাক্ত দেহ ৷ পরিবারের দাবি খুন করা হয়েছে ওই যুবককে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 2, 2023, 3:52 PM IST

নদিয়া, 2 জুন: দাদার বাড়ি থেকে যুবকের ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ শুক্রবার নদিয়ার শান্তিপুর পৌরসভার জলেশ্বরতলা এলাকার ঘটনা ৷ মৃতের নাম উত্তম প্রামাণিক (27) ৷ পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে দাদার বিরুদ্ধে ৷ মৃত যুবক শান্তিপুর পৌরসভার 12 ওয়ার্ডের বাসিন্দা ৷

মৃতের পরিবার সূত্রে খবর, উত্তম অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন ৷ স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলেশ্বরতলা এলাকার বাসিন্দা প্রবীণ প্রামাণিক (মৃতের দাদা) ৷ অভিযোগ, মিষ্টির দোকানে কাজ দেওয়ার নাম করে উত্তমকে বৃহস্পতিবার ডেকেছিল দাদা প্রবীণ ৷ কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসার কথা থাকলেও, উত্তম বাড়ি না ফেরায় আজ শুক্রবার ভাসুরের বাড়িতে স্বামীর খোঁজ নিতে যান উত্তমের স্ত্রী মুক্তি প্রামাণিক ৷ সেখানে গিয়ে দেখেন বাড়িতে তালা দেওয়া ৷ সেই মূহূর্তে বাড়ি ফিরে গেলেও, কিছুক্ষণ পরে আবার স্বামীকে খুঁজতে যান ভাসুরের বাড়িতে ৷

সেখানে দীর্ঘ সময় ডাকাডাকির পর স্বামীর সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই চমকে যান মুক্তি ৷ দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্বামী ৷ মুক্তির কান্নার আওয়াজে স্থানীয়রা জড়ো হন প্রবীণ প্রামাণিকের বাড়িতে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে বাড়ির তালা ভেঙে যুবকের দেহটি উদ্ধার করে ৷

মৃত উত্তমের শ্বশুরবাড়ির দাবি, বেশ কয়েক বছর ধরেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক আশান্তি ছিল ৷ তার থেকেও এই ঘটনা ঘটতে পারে । অন্যদিকে মৃতের স্ত্রী বলেন, "ভাসুর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে খুন করেছে ।"

আরও পড়ুন : পুলিশের গাড়ির ধাক্কায় মৃত বালক, আহত আরও তিন

এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতের দাদা প্রবীণ প্রামাণিক ৷ মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

নদিয়া, 2 জুন: দাদার বাড়ি থেকে যুবকের ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ শুক্রবার নদিয়ার শান্তিপুর পৌরসভার জলেশ্বরতলা এলাকার ঘটনা ৷ মৃতের নাম উত্তম প্রামাণিক (27) ৷ পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে দাদার বিরুদ্ধে ৷ মৃত যুবক শান্তিপুর পৌরসভার 12 ওয়ার্ডের বাসিন্দা ৷

মৃতের পরিবার সূত্রে খবর, উত্তম অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন ৷ স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলেশ্বরতলা এলাকার বাসিন্দা প্রবীণ প্রামাণিক (মৃতের দাদা) ৷ অভিযোগ, মিষ্টির দোকানে কাজ দেওয়ার নাম করে উত্তমকে বৃহস্পতিবার ডেকেছিল দাদা প্রবীণ ৷ কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসার কথা থাকলেও, উত্তম বাড়ি না ফেরায় আজ শুক্রবার ভাসুরের বাড়িতে স্বামীর খোঁজ নিতে যান উত্তমের স্ত্রী মুক্তি প্রামাণিক ৷ সেখানে গিয়ে দেখেন বাড়িতে তালা দেওয়া ৷ সেই মূহূর্তে বাড়ি ফিরে গেলেও, কিছুক্ষণ পরে আবার স্বামীকে খুঁজতে যান ভাসুরের বাড়িতে ৷

সেখানে দীর্ঘ সময় ডাকাডাকির পর স্বামীর সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই চমকে যান মুক্তি ৷ দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্বামী ৷ মুক্তির কান্নার আওয়াজে স্থানীয়রা জড়ো হন প্রবীণ প্রামাণিকের বাড়িতে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে বাড়ির তালা ভেঙে যুবকের দেহটি উদ্ধার করে ৷

মৃত উত্তমের শ্বশুরবাড়ির দাবি, বেশ কয়েক বছর ধরেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক আশান্তি ছিল ৷ তার থেকেও এই ঘটনা ঘটতে পারে । অন্যদিকে মৃতের স্ত্রী বলেন, "ভাসুর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে খুন করেছে ।"

আরও পড়ুন : পুলিশের গাড়ির ধাক্কায় মৃত বালক, আহত আরও তিন

এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতের দাদা প্রবীণ প্রামাণিক ৷ মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.