নদিয়া, 29 জুন: নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরের রথযাত্রা দেখতে প্রচুর ভক্ত সমাগমের ঘটনা নতুন নয় । কেবল এ রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন ইসকনের রথ দেখতে । দু'বছর করোনার জন্য বন্ধ ছিল অনুষ্ঠান ৷ তাই এ বছর বাড়তি উন্মাদনা ৷ তাই মায়াপুর ইসকনের রথযাত্রা ঘিরে বাড়তি ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল । শিয়ালদহ-কৃষ্ণনগর ও হাওড়া থেকে নবদ্বীপ শাখার মধ্যে চলবে স্পেশাল একজোড়া ইএমইউ লোকাল ট্রেন (Eastern railway announces Special trains for Rath Yatra)। 1-9 জুলাই পর্যন্ত চলবে এই ট্রেন । মূলত ভক্তদের কথা মাথায় রেখেই ইসকন কর্তৃপক্ষ এবং সাংসদ জগন্নাথ সরকারের তরফ থেকে রেল দফতরে আবেদন জানানো হয় । সেই আবেদনে সাড়া দিয়েই পূর্ব রেলের (Eastern railway) তরফে দুই শাখায় দিনে দু'টি করে স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয় ।
আরও পড়ুন : রেলকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধের, দেখুন শিহরণ জাগানো ভিডিয়ো !
যার সময়সূচি হল-
হাওড়া-নবদ্বীপ, সময়- সকাল 7.10, বিকেল 8.55 ৷ নবদ্বীপ ধাম-হাওড়া, সময় লাগবে 14:00 ঘণ্টা, 21:00 ঘণ্টা ৷
শিয়ালদা-কৃষ্ণনগর, সময় সকাল 08:20, 9:50 ৷ কৃষ্ণনগর-শিয়ালদা, সময় 16:50 ঘণ্টা, 21:00 ঘণ্টা
সূত্রের খবর, মায়াপুর ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে রেলের কাছে আবেদন করা হয়েছিল শিয়ালদ-কৃষ্ণনগর এবং হাওড়া-নবদ্বীপ শাখার জন্য দু'টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে । সেইমতো আগামী 1 জুলাই থেকে 9 জুলাই অর্থাৎ রথের কয়েকদিন এই ট্রেন দুটি চালানো হবে । রেলের তরফের এই সিদ্ধান্তে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "ইসকনের তরফে রেলের কাছে যে আবেদন আমরা জানিয়েছিলাম তা পূর্ণ হওয়ায় রেল দফতরকে ধন্যবাদ।"
রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এ প্রসঙ্গে বলেন, "রথ উৎসবকে ঘিরে বহু ভক্ত ও পর্যটক মায়াপুর নবদ্বীপে আসে ৷ তাঁদের সুবিধার জন্য রেল বিশেষ ট্রেন দিয়েছে এটা খুব আনন্দের ৷ আর এটা আমার লোকসভার অন্তর্গত হওয়ায় আমি গর্বিত ।" সবমিলিয়ে রথযাত্রা উৎসব ঘিরে যেভাবে সাধারণ মানুষের উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়েছে তাতে এই বিশেষ ট্রেন ধার্য হওয়ায় বাড়তি আনন্দ ও সুবিধা হবে বলে মত ওয়াকিবহাল মহলের ।