নদিয়া, 27 জুন : মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বশুরকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ জামাইয়ের । ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে । জামাইয়ের রণচণ্ডী রূপ দেখে ঘর ছেড়ে পালালেন শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা (Drunk son in law Stabbed his Wife and father in law) । নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছি পাড়া এলাকাযর ঘটনায় পুলিশ মদ্যপ জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতার করেছে ।
জানা গিয়েছে, রবিবার রাতে শান্তিপুর 1 নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার অজয় বিশ্বাস মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে শান্তিপুর বাইগাছি পাড়া শ্বশুরবাড়িতে হঠাৎ চড়াও হয় ৷ শুরু হয় গালিগালাজ । স্ত্রী নমিতা বিশ্বাস এর প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী-কে, তারপর বৃদ্ধ শ্বশুর জগদীশ দে-কে এলোপাথাড়ি কোপাতে থাকে জামাই । গুরুতর আহত স্ত্রী এবং শ্বশুরকে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয় । দু'জনের শরীরেই একাধিক সেলাই পড়েছে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ মদ্যপ জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতারও করেছে তারা ।
আরও পড়ুন : Jalpaiguri Murder : জেল খেটেও মিলল না রেহাই, বাড়ি ফিরতেই খুন অভিযুক্ত ...
স্ত্রী নমিতা বিশ্বাস জানান, সতেরো বছর ধরে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করে আসছি । পরিবারের মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ করিনি কোনওদিন । মাঝেমধ্যেই অজয় তাঁকে মারধর করে বলে জানিয়েছেন স্ত্রী । গুরুতর আহত স্ত্রী নমিতা বিশ্বাসের এখন একটাই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।