ETV Bharat / state

অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলীপের

author img

By

Published : Jan 7, 2020, 4:40 PM IST

Updated : Jan 7, 2020, 5:20 PM IST

নদীয়া উত্তর BJP জেলা সংগঠনের নেতৃত্বে জনসভা হয় । সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ স্থানীয় নেতারা ।

nadia
দিলীপ ঘোষ

কৃষ্ণনগর, 7 জানুয়ারি: নাগরিকত্ব সংশোধনী আইন(2019) পাশের পর থেকে রাজ্যে শুরু হয়েছে BJP-TMC রাজনৈতিক তরজা । আইনের বিরোধিতা করতে পথে নেমেছে শাসক দল । পথে নেমেছে BJP-ও । CAA-র সমর্থনে BJP নেতারা দফায় দফায় বিভিন্ন স্থানে সভা ও মিছিল করছেন । এমনই এক পথ সভা ও মিছিল আয়োজিত হয়েছিল কৃষ্ণনগর সদরে । আর সেই সভার মাঝে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

সোমবার নদীয়া উত্তর BJP জেলা সংগঠনের নেতৃত্বে এই সভা হয় । সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ স্থানীয় BJP নেতারা । গতকাল মিছিলে প্রায় 10হাজার BJP সমর্থকরা পা মিলিয়েছিল । সদর শহর পরিক্রমা করে জনসভা করেন ।

দেখুন ভিডিয়ো

একটি অ্যাম্বুলেন্স সভা চলাকালীন হাসপাতালে যাওয়ার পথে বাঁধা পায় । ঠিক সেই সময় মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ । বক্তৃতা থামিয়ে মাইকেই প্রকাশ্যে অ্যাম্বুলেন্সের চালককে অন্য পথ দিয়ে যাওয়ার নির্দেশ দেন ।

কৃষ্ণনগর, 7 জানুয়ারি: নাগরিকত্ব সংশোধনী আইন(2019) পাশের পর থেকে রাজ্যে শুরু হয়েছে BJP-TMC রাজনৈতিক তরজা । আইনের বিরোধিতা করতে পথে নেমেছে শাসক দল । পথে নেমেছে BJP-ও । CAA-র সমর্থনে BJP নেতারা দফায় দফায় বিভিন্ন স্থানে সভা ও মিছিল করছেন । এমনই এক পথ সভা ও মিছিল আয়োজিত হয়েছিল কৃষ্ণনগর সদরে । আর সেই সভার মাঝে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

সোমবার নদীয়া উত্তর BJP জেলা সংগঠনের নেতৃত্বে এই সভা হয় । সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ স্থানীয় BJP নেতারা । গতকাল মিছিলে প্রায় 10হাজার BJP সমর্থকরা পা মিলিয়েছিল । সদর শহর পরিক্রমা করে জনসভা করেন ।

দেখুন ভিডিয়ো

একটি অ্যাম্বুলেন্স সভা চলাকালীন হাসপাতালে যাওয়ার পথে বাঁধা পায় । ঠিক সেই সময় মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ । বক্তৃতা থামিয়ে মাইকেই প্রকাশ্যে অ্যাম্বুলেন্সের চালককে অন্য পথ দিয়ে যাওয়ার নির্দেশ দেন ।

Intro:দিলীপ ঘোষের সভা চলাকালীন দিলীপ ঘোষের নির্দেশেই গুঁড়িয়ে দেওয়া হল রোগীসহ অ্যাম্বুলেন্স। জানি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য নদীয়ার কৃষ্ণনগরে সোমবার বিকেলে এ এবং এনআরসির সমর্থনে একটি প্রকাশ্য সভায় যোগদান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় কৃষ্ণনগরে প্রকাশ্য সভায় যখন মঞ্চে দিলীপ ঘোষ বক্তব্য রাখছেন, ঠিক সেই মুহুর্তে উল্টো দিক থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স আসছিল। তখনই দিলীপ ঘোষ প্রকাশ্যে মাইকে অ্যাম্বুলেন্সটি কে ঘুরিয়ে দিতে।এবং ওই অ্যাম্বুলেন্সটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর চক্রান্তেই পাঠানো যাবে তাদের সভা করতে অসুবিধা হয়, সে কথা প্রকাশ্যে বলেন তিনি। জানি ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিভাবে পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষ নেতা রোগীসহ অ্যাম্বুলেন্স কে ঘুরিয়ে দিতে পারেন।Body:KRISHNAGAR DILIP GHOSHConclusion:
Last Updated : Jan 7, 2020, 5:20 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.