ETV Bharat / state

রাজ্য়পালের পদত্যাগ দাবি, ধনকড়ের কুশপুতুল দাহ ফুলিয়ায় - জাতীয় সড়ক অবরোধ

নারদ কাণ্ডে চার অভিযুক্তের গ্রেফতারির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ ৷ পোড়ানো হল রাজ্যপালের কুশপুতুল ৷ তাঁর পদত্যাগের দাবিতে দীর্ঘক্ষণ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন দলের নেতা ও কর্মীরা ৷ নদিয়ার ফুলিয়ার ঘটনা ৷

WB_NAD_06_FULIA_TMC_ROAD_STRICK_WB10029
রাজ্য়পালের পদত্যাগ দাবি, ধনকড়ের কুশপুতুল দাহ ফুলিয়ায়
author img

By

Published : May 18, 2021, 5:18 PM IST

ফুলিয়া, 18 মে : রাজ্যপাল জগদীপ ধনকড়ের নির্দেশে বেআইনিভাবে রাজ্য়ের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে ৷ তাই অবিলম্বে রাজ্যপালকে পদত্যাগ করতে হবে ৷ মূলত এই দাবি নিয়েই রাজ্যপালের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷ অবরোধ করা হল 34 নম্বর জাতীয় সড়ক ৷ ঘটনা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার ফুলিয়া ৷

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু ৷ তিনিই গোটা কর্মসূচির নেতৃত্ব দেন ৷

উল্লেখ্য, সোমবার রাজ্য়ের দুই মন্ত্রী-সহ চারজনকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে সিবিআই ৷ নারদ কাণ্ডে তাঁদের পাকড়াও করা হয় ৷ এরপর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস ৷

জেলা পরিষদের সভাধিপতির নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ ৷

আরও পড়ুন : নারদ কাণ্ডে ধৃতদের মুক্তি ও রাজ্য়পালের পদত্য়াগের দাবিতে বিক্ষোভ

এদিন নদিয়ার ফুলিয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একটি কুশপুতুলে আগুন লাগিয়ে দেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ দীর্ঘক্ষণের অবরোধে কিছুটা হলেও সমস্য়া হয় যান চলাচলে ৷ যদিও রাজ্যজুড়ে কার্যত লকডাউন শুরু হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীবাহী বাস বা পণ্য পরিবহণের চাপ অন্য়ান্য সময়ের তুলনায় এখন অনেকটাই কম ৷

ফুলিয়া, 18 মে : রাজ্যপাল জগদীপ ধনকড়ের নির্দেশে বেআইনিভাবে রাজ্য়ের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে ৷ তাই অবিলম্বে রাজ্যপালকে পদত্যাগ করতে হবে ৷ মূলত এই দাবি নিয়েই রাজ্যপালের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷ অবরোধ করা হল 34 নম্বর জাতীয় সড়ক ৷ ঘটনা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার ফুলিয়া ৷

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু ৷ তিনিই গোটা কর্মসূচির নেতৃত্ব দেন ৷

উল্লেখ্য, সোমবার রাজ্য়ের দুই মন্ত্রী-সহ চারজনকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে সিবিআই ৷ নারদ কাণ্ডে তাঁদের পাকড়াও করা হয় ৷ এরপর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস ৷

জেলা পরিষদের সভাধিপতির নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ ৷

আরও পড়ুন : নারদ কাণ্ডে ধৃতদের মুক্তি ও রাজ্য়পালের পদত্য়াগের দাবিতে বিক্ষোভ

এদিন নদিয়ার ফুলিয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একটি কুশপুতুলে আগুন লাগিয়ে দেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ দীর্ঘক্ষণের অবরোধে কিছুটা হলেও সমস্য়া হয় যান চলাচলে ৷ যদিও রাজ্যজুড়ে কার্যত লকডাউন শুরু হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীবাহী বাস বা পণ্য পরিবহণের চাপ অন্য়ান্য সময়ের তুলনায় এখন অনেকটাই কম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.