কৃষ্ণনগর, 17 এপ্রিল : গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল যুবতির মৃতদেহ । ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার ভালুকা এলাকায়।
সূত্রের খবর, গতকাল রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার অন্তর্গত ভালুকা কানাইনগর রাস্তার পাশে ওই যুবতির মৃতদেহ পড়ে ছিল । পথচারীরা হঠাৎ রক্তাক্ত অবস্থায় ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয় । এরপর স্থানীয়দের তরফ থেকে কৃষ্ণনগর কোতয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় বিষ্ণুপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । এরপর সেই দেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্যে স্থানান্তরিত করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে । স্থানীয়দের ধারণা, প্রথমে তাঁকে শারীরিক অত্যাচার করা হয়েছে । যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি । পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে । এর পাশাপাশি কী কারণে এমন ঘটনা তারও তদন্ত শুরু করেছে ।