নদিয়া, 2 জুলাই: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মহিলার দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর এক পরিচারিকার দেহ উদ্ধার হয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। ঘটনা আত্মহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এ জাতীয় ঘটনা ঘটল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, কাকলি বারুই নামে এই মহিলা কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। তিনি গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ।
কাকলি দেবী এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। স্বামী ও এক ছেলে রয়েছে তাঁর । দু'দিন বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে তাঁর পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় কাকলিকে খোঁজার চেষ্টা করেন। কাকলি দেবীর আত্মীয় বলেন, ''রবিবার কাজে বেরিয়ে বৌদি আর বাড়ি ফেরেননি। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।''
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হস্টেলের পিছনে একটি পরিত্যক্ত জলাশয়ে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রাই। ঘটনাস্থান থেকে বেশ কিছু মদের বোতল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। ফলে সন্দেহ দানা বাঁধছে পরিচারিকার মৃত্যুর কারণ ঘিরে।
সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ময়নাতদন্ত হলে তবেই বোঝা যাবে এটি আত্মহত্যা না খুন, এমনটাই জানিয়েছে পুলিশ।