ETV Bharat / state

মহিলার দেহ উদ্ধার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, বাড়ছে রহস্য - university campaus

রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর এক পরিচারিকার দেহ উদ্ধার হয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 2, 2019, 7:39 PM IST

Updated : Jul 2, 2019, 7:57 PM IST

নদিয়া, 2 জুলাই: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মহিলার দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর এক পরিচারিকার দেহ উদ্ধার হয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। ঘটনা আত্মহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এ জাতীয় ঘটনা ঘটল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, কাকলি বারুই নামে এই মহিলা কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। তিনি গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ।

ভিডিয়োয় দেখুন

কাকলি দেবী এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। স্বামী ও এক ছেলে রয়েছে তাঁর । দু'দিন বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে তাঁর পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় কাকলিকে খোঁজার চেষ্টা করেন। কাকলি দেবীর আত্মীয় বলেন, ''রবিবার কাজে বেরিয়ে বৌদি আর বাড়ি ফেরেননি। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।''

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হস্টেলের পিছনে একটি পরিত্যক্ত জলাশয়ে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রাই। ঘটনাস্থান থেকে বেশ কিছু মদের বোতল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। ফলে সন্দেহ দানা বাঁধছে পরিচারিকার মৃত্যুর কারণ ঘিরে।

সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ময়নাতদন্ত হলে তবেই বোঝা যাবে এটি আত্মহত্যা না খুন, এমনটাই জানিয়েছে পুলিশ।

নদিয়া, 2 জুলাই: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মহিলার দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর এক পরিচারিকার দেহ উদ্ধার হয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। ঘটনা আত্মহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এ জাতীয় ঘটনা ঘটল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, কাকলি বারুই নামে এই মহিলা কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। তিনি গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ।

ভিডিয়োয় দেখুন

কাকলি দেবী এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। স্বামী ও এক ছেলে রয়েছে তাঁর । দু'দিন বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে তাঁর পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় কাকলিকে খোঁজার চেষ্টা করেন। কাকলি দেবীর আত্মীয় বলেন, ''রবিবার কাজে বেরিয়ে বৌদি আর বাড়ি ফেরেননি। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।''

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হস্টেলের পিছনে একটি পরিত্যক্ত জলাশয়ে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রাই। ঘটনাস্থান থেকে বেশ কিছু মদের বোতল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। ফলে সন্দেহ দানা বাঁধছে পরিচারিকার মৃত্যুর কারণ ঘিরে।

সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ময়নাতদন্ত হলে তবেই বোঝা যাবে এটি আত্মহত্যা না খুন, এমনটাই জানিয়েছে পুলিশ।

Intro:মিড ডে মিলের রান্না করার সময় আগুনে ভস্মীভূত হয়ে গেল স্কুলের রান্নাঘর। আতঙ্ক গোটা স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ প্রিয় নগর কাজুবাগান প্রাথমিক বিদ্যালয়ে।
সূত্রের খবর,নদিয়ার চাকদহের প্রিয়নগর কাজির বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিশু আলয়ে আজ সকাল আট টা নাগাদ রান্না করার সময় হঠাৎই আগুন লেগে যায়। ফলে শিশুদের সকলকে তৎক্ষণাৎ বিদ্যালয়ের বাহিরে বেরকরে দেওয়া হয়। শিশুদের চিৎকারে স্থানিয়রা ছুটে এসে অগুন নিয়ন্ত্রণে আনেন। এবং তীব্র ক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, শিশু আলয়ে গ্যাসে রান্নার ব্যবস্থা না থাকার কারণে পাটকাঠি দিয়ে রান্না চলে। ফলে প্রচুর পরিমানে পাটকাঠি সেখানে মজুত থাকায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। এখানে একই বিদ্যালয়ের মধ্যে দুটি শিশু আলয় চলে। এর পরেও প্রশাসনের কোন হেল দোল নেই।ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। ফলে অভিভাবকা আতঙ্কে রয়েছে।Body:CHAKDAHA SCHOOL FAIRConclusion:
Last Updated : Jul 2, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.