ETV Bharat / state

Rail Block in Nadia: মদনপুর স্টেশনে নতুন ট্রেনের দাবিতে রেল অবরোধ, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের - ট্রেন অবরোধ করে বিক্ষুব্ধ যাত্রীরা

অফিসে যাওয়ার সময় ঠিকঠাক ট্রেন পাওয়া যায় না ৷ মেমু ট্রেনে নোংরা থাকে ৷ এদিকে গ্যালপিং ট্রেন থামে না ৷ রোজ হয়রান হতে হয় যাত্রীদের ৷ তাই আজ সকাল থেকে মদনপুর স্টেশনে অবরোধে নামল নিত্য ট্রেন যাত্রীরা ৷

ETV Bharat
নদিয়ার মদনপুরে রেল অবরোধে নিত্যযাত্রীরা
author img

By

Published : Aug 22, 2023, 11:00 AM IST

Updated : Aug 22, 2023, 11:53 AM IST

নদিয়ার মদনপুর স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের

মদনপুর, 22 অগস্ট: অফিস টাইমে মেমু ট্রেনে যাতায়াতে চূড়ান্ত হয়রান হতে হয় নিত্য যাত্রীদের ৷ আবার অফিসে যাওয়ার সময় গ্যালপিং ট্রেনগুলির বেশিরভাগই স্টেশনে থামে না ৷ একই অবস্থা হয় অফিস থেকে ফেরার সময়েও ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করেও সমাধান হয়নি ৷ তাই মঙ্গলবার সকাল থেকে ট্রেন অবরোধ করে বিক্ষুব্ধ যাত্রীরা ৷ নদিয়ার মদনপুর স্টেশন লাগোয়া এলাকায় চলছে অবরোধ ৷

যাত্রীদের অভিযোগ, সকালে অফিস যাওয়ার সময় একের পর এক মেমু ট্রেন দেওয়া হয় ৷ এই ট্রেনগুলি অপরিচ্ছন্ন থাকে ৷ শৌচালয়ের নোংরা জল কামরায় চলে আসে ৷ শুধু তাই নয়, স্টেশনে ঢোকার আগে থেকেই যাত্রী বোঝাই থাকে ট্রেনগুলিতে ৷ তাই একদিকে ট্রেনে উঠতে সমস্যা হয় ৷ অন্যদিকে ভিড়ের মধ্যে নোংরা কামরায় দাঁড়িয়ে যাওয়া যায় না ৷

অন্যদিকে সকালে একের পর এক গ্যালপিং লোকাল থাকে ৷ এগুলি বেশিরভাগ মদনপুর স্টেশনে দাঁড়ায় না ৷ এই অবস্থায় কারণেই চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয় অফিস টাইমে ৷ এর আগেও একাধিকবার স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কোনও সুরাহা মেলেনি ৷

আরও পড়ুন: বনগাঁ ও হাসনাবাদ লাইনে সিগন্যালের সমস্যায় ব্যাহত ট্রেন চলাচল, ক্ষোভ যাত্রীদের

তাই আজ সকাল 7.40 মিনিটে রানাঘাট লোকাল ট্রেন আটকে ট্রেন অবরোধে নামে নিত্যযাত্রীরা ৷ তাদের দাবি যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে নতুন ট্রেন দেওয়ার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে ৷ এই প্রসঙ্গে এক রেলযাত্রী শুভজিৎ বিশ্বাস বলেন, "প্রায় 40 থেকে 45 মিনিট পর পর ট্রেন দেওয়া হয় ৷ তাও আবার মেমু ট্রেন ৷ তখন ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের ৷ আমরা চাই, শীঘ্রই ইলেকট্রিক ট্রেন এবং 12 বগি ট্রেন দেওয়া হোক ৷" এদিকে এই ট্রেন অবরোধের ফলে ভোগান্তিতে স্কুলের পড়ুয়া, অন্য যাত্রীরাও ৷

নদিয়ার মদনপুর স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের

মদনপুর, 22 অগস্ট: অফিস টাইমে মেমু ট্রেনে যাতায়াতে চূড়ান্ত হয়রান হতে হয় নিত্য যাত্রীদের ৷ আবার অফিসে যাওয়ার সময় গ্যালপিং ট্রেনগুলির বেশিরভাগই স্টেশনে থামে না ৷ একই অবস্থা হয় অফিস থেকে ফেরার সময়েও ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করেও সমাধান হয়নি ৷ তাই মঙ্গলবার সকাল থেকে ট্রেন অবরোধ করে বিক্ষুব্ধ যাত্রীরা ৷ নদিয়ার মদনপুর স্টেশন লাগোয়া এলাকায় চলছে অবরোধ ৷

যাত্রীদের অভিযোগ, সকালে অফিস যাওয়ার সময় একের পর এক মেমু ট্রেন দেওয়া হয় ৷ এই ট্রেনগুলি অপরিচ্ছন্ন থাকে ৷ শৌচালয়ের নোংরা জল কামরায় চলে আসে ৷ শুধু তাই নয়, স্টেশনে ঢোকার আগে থেকেই যাত্রী বোঝাই থাকে ট্রেনগুলিতে ৷ তাই একদিকে ট্রেনে উঠতে সমস্যা হয় ৷ অন্যদিকে ভিড়ের মধ্যে নোংরা কামরায় দাঁড়িয়ে যাওয়া যায় না ৷

অন্যদিকে সকালে একের পর এক গ্যালপিং লোকাল থাকে ৷ এগুলি বেশিরভাগ মদনপুর স্টেশনে দাঁড়ায় না ৷ এই অবস্থায় কারণেই চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয় অফিস টাইমে ৷ এর আগেও একাধিকবার স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কোনও সুরাহা মেলেনি ৷

আরও পড়ুন: বনগাঁ ও হাসনাবাদ লাইনে সিগন্যালের সমস্যায় ব্যাহত ট্রেন চলাচল, ক্ষোভ যাত্রীদের

তাই আজ সকাল 7.40 মিনিটে রানাঘাট লোকাল ট্রেন আটকে ট্রেন অবরোধে নামে নিত্যযাত্রীরা ৷ তাদের দাবি যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে নতুন ট্রেন দেওয়ার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে ৷ এই প্রসঙ্গে এক রেলযাত্রী শুভজিৎ বিশ্বাস বলেন, "প্রায় 40 থেকে 45 মিনিট পর পর ট্রেন দেওয়া হয় ৷ তাও আবার মেমু ট্রেন ৷ তখন ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের ৷ আমরা চাই, শীঘ্রই ইলেকট্রিক ট্রেন এবং 12 বগি ট্রেন দেওয়া হোক ৷" এদিকে এই ট্রেন অবরোধের ফলে ভোগান্তিতে স্কুলের পড়ুয়া, অন্য যাত্রীরাও ৷

Last Updated : Aug 22, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.