ETV Bharat / state

কোরোনা : দেশের মঙ্গল কামনায় ভগবতী পুজো নদিয়ার মহিলাদের - Women of Nadia worship of God in Nababarsha

নববর্ষের দিন নদিয়া জেলার বিভিন্ন গ্রামের মানুষ ভগবতী পুজো করে থাকেন । এবারও বাড়ি বাড়ি পুজো হয়েছে নিয়ম করে । কিন্তু নেই উদযাপন । শুধু পরিবারের লোকজনের বদলে এবার দেশবাসীর মঙ্গল কামনায় পুজো সারলেন ।

ভগবতী পুজো
ভগবতী পুজো
author img

By

Published : Apr 15, 2020, 2:21 PM IST

নদিয়া, 15 এপ্রিল : কোরোনা আতঙ্কে রাজ্য । একের পর এক মৃত্যু ও সংক্রমণের খবর সামনে আসছে । এই পরিস্থিতিতে মানুষের মঙ্গল কামনায় এবার ভগবতী পুজো করলেন নদিয়ার মহিলারা । বাড়ির গোয়ালঘরেই পুজো সারলেন তাঁরা ।

নববর্ষের দিন নদিয়া জেলার বিভিন্ন গ্রামের মানুষ এই ভগবতী পুজো করে থাকেন । রীতি অনুযায়ী বছর শুরুর দিন পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় । অনেকেই মন্দিরে গিয়ে পুজো দেন । গ্রামের অনেকের আবার এই পুজোর নিয়ম আলাদা । গ্রামে যাঁদের ঘরে গোয়াল আছে তাঁরা এই পুজো গোয়ালঘরে করেন । গোয়ালঘরেই উনুন তৈরি করে ধাতব বা মাটির পাত্রে দোয়ানো দুধ ফোটানো হয় । কেউ কেউ ওই পাত্রের মধ্যে এক মুঠো চাল বা বাতাসা দিয়ে থাকেন । কথিত আছে, দুধ উতলে নিচে পড়লে মনে করা হয় সেই বছর গোরু অনেক বেশি দুধ দেবে । গোরুর দুধ খেয়ে বাড়ির সন্তানরা থাকবে দুধে-ভাতে, সুখে-শান্তিতে । গোরুর দুধের অবশিষ্ট পায়েস বানিয়ে প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ।

গতকাল নদিয়ার অনেক গ্রামেই মন্দিরে না যেতে পেরে বাড়িতেই এই পুজো সারেন মহিলারা । তাঁদের একাংশের কথায়, "অন্যান্যবার এই পুজোয় খুব মজা হয় । একে পয়লা বৈশাখ, তার উপর পুজো নিয়ে বাচ্চারাও খুব খুশি থাকে । আগাম তোড়জোড়ও শুরু হয় । কিন্তু এবার সবই ফাঁকা । মন্দিরও বন্ধ । ফলে বাড়িতেই পুজো সারতে হয়েছে । দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেছি আমরা । এই কোরোনা পরিস্থিতি দ্রুত দূর হোক ।"

যে গ্রামে ভগবতী পুজো গোয়ালে হয়েছে, তাঁদের একাংশ জানান, প্রতিবার সকালে বাড়ির লোকজন গোয়ালঘরে আল্পনা দিয়ে, গোয়ালঘর ফুল দিয়ে সাজিয়ে পুজোর জোগাড় করেন । দেওয়া হয় নৈবেদ্য । এরপর পুরোহিত ডেকে করা হয় ভগবতী পুজো । তার আগে গোরুকে স্নান করানো হয় । কিন্তু এবার অনেক জায়াগায়ই পুরোহিত পাওয়া যায়নি । ফলে বাড়ির মহিলারাই সব নিয়ম মেনে পুজো সেরেছেন । পুজোর আশীর্বাদের ফুল নিয়ে অনেকেই জমিতে বীজ বপন করে চাষ শুরু করেন । কিন্তু এবার সেও বন্ধ । সব কিছু যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারে তার জন্যই প্রার্থনা করেছি ।

নদিয়া, 15 এপ্রিল : কোরোনা আতঙ্কে রাজ্য । একের পর এক মৃত্যু ও সংক্রমণের খবর সামনে আসছে । এই পরিস্থিতিতে মানুষের মঙ্গল কামনায় এবার ভগবতী পুজো করলেন নদিয়ার মহিলারা । বাড়ির গোয়ালঘরেই পুজো সারলেন তাঁরা ।

নববর্ষের দিন নদিয়া জেলার বিভিন্ন গ্রামের মানুষ এই ভগবতী পুজো করে থাকেন । রীতি অনুযায়ী বছর শুরুর দিন পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় । অনেকেই মন্দিরে গিয়ে পুজো দেন । গ্রামের অনেকের আবার এই পুজোর নিয়ম আলাদা । গ্রামে যাঁদের ঘরে গোয়াল আছে তাঁরা এই পুজো গোয়ালঘরে করেন । গোয়ালঘরেই উনুন তৈরি করে ধাতব বা মাটির পাত্রে দোয়ানো দুধ ফোটানো হয় । কেউ কেউ ওই পাত্রের মধ্যে এক মুঠো চাল বা বাতাসা দিয়ে থাকেন । কথিত আছে, দুধ উতলে নিচে পড়লে মনে করা হয় সেই বছর গোরু অনেক বেশি দুধ দেবে । গোরুর দুধ খেয়ে বাড়ির সন্তানরা থাকবে দুধে-ভাতে, সুখে-শান্তিতে । গোরুর দুধের অবশিষ্ট পায়েস বানিয়ে প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ।

গতকাল নদিয়ার অনেক গ্রামেই মন্দিরে না যেতে পেরে বাড়িতেই এই পুজো সারেন মহিলারা । তাঁদের একাংশের কথায়, "অন্যান্যবার এই পুজোয় খুব মজা হয় । একে পয়লা বৈশাখ, তার উপর পুজো নিয়ে বাচ্চারাও খুব খুশি থাকে । আগাম তোড়জোড়ও শুরু হয় । কিন্তু এবার সবই ফাঁকা । মন্দিরও বন্ধ । ফলে বাড়িতেই পুজো সারতে হয়েছে । দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেছি আমরা । এই কোরোনা পরিস্থিতি দ্রুত দূর হোক ।"

যে গ্রামে ভগবতী পুজো গোয়ালে হয়েছে, তাঁদের একাংশ জানান, প্রতিবার সকালে বাড়ির লোকজন গোয়ালঘরে আল্পনা দিয়ে, গোয়ালঘর ফুল দিয়ে সাজিয়ে পুজোর জোগাড় করেন । দেওয়া হয় নৈবেদ্য । এরপর পুরোহিত ডেকে করা হয় ভগবতী পুজো । তার আগে গোরুকে স্নান করানো হয় । কিন্তু এবার অনেক জায়াগায়ই পুরোহিত পাওয়া যায়নি । ফলে বাড়ির মহিলারাই সব নিয়ম মেনে পুজো সেরেছেন । পুজোর আশীর্বাদের ফুল নিয়ে অনেকেই জমিতে বীজ বপন করে চাষ শুরু করেন । কিন্তু এবার সেও বন্ধ । সব কিছু যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারে তার জন্যই প্রার্থনা করেছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.