ETV Bharat / state

Computer in Primary School: শান্তিপুরে প্রাথমিক বিদ্যালয়েই কম্পিউটারের প্রশিক্ষণ - Computer in Primary School of Nadias Santipur

কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে ফিতে কেটে কম্পিউটারের(Computer in Primary School)শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস । সরকারি কোনও সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় স্কুলে কম্পিউটার এল বলে জানিয়েছেন সহ-শিক্ষক প্রতিম সেন ৷

Computer in Primary School
Computer in Primary School
author img

By

Published : Jul 23, 2022, 8:07 PM IST

শান্তিপুর, 23 জুলাই: প্রাথমিকেই কম্পিউটার, বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে পথ দেখাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের অন্তর্গত কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় । এদিন ফিতে কেটে কম্পিউটারের শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস । উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা(Computer in Primary School)।

যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে । বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যার শিক্ষা । সবকিছুতেই কম্পিউটার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে । প্রাথমিক স্তর থেকেই কম্পিউটারের জ্ঞান যাতে ছাত্র-ছাত্রীদের থাকে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের তরফে ৷ সরকারি কোনও সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় স্কুলে কম্পিউটার এল বলে জানিয়েছেন সহ-শিক্ষক প্রতিম সেন ৷

তিনি বলেন, "এখন প্রতিটা কাজের ক্ষেত্রেই কম্পিউটার জানা খুব জরুরি ৷ সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার জানাটাও অন্যতম গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে । মূলত সেই কথা মাথায় রেখে কোনওরকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।"

কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের প্রশিক্ষণ

আরও পড়ুন : আত্মহত্যার চেষ্টা বিফলে, নুন দিয়ে খুদকুঁড়োর ফ্যানই ভরসা প্রয়াত অধ্যাপকের পরিবারের

এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী বলেন, "এটা খুব ভালো উদ্যোগ । তার কারণ প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামিদিনে তাদের অনেকটাই সুবিধা হবে । এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই ৷"

শান্তিপুর, 23 জুলাই: প্রাথমিকেই কম্পিউটার, বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে পথ দেখাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের অন্তর্গত কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় । এদিন ফিতে কেটে কম্পিউটারের শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস । উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা(Computer in Primary School)।

যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে । বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যার শিক্ষা । সবকিছুতেই কম্পিউটার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে । প্রাথমিক স্তর থেকেই কম্পিউটারের জ্ঞান যাতে ছাত্র-ছাত্রীদের থাকে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের তরফে ৷ সরকারি কোনও সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় স্কুলে কম্পিউটার এল বলে জানিয়েছেন সহ-শিক্ষক প্রতিম সেন ৷

তিনি বলেন, "এখন প্রতিটা কাজের ক্ষেত্রেই কম্পিউটার জানা খুব জরুরি ৷ সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার জানাটাও অন্যতম গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে । মূলত সেই কথা মাথায় রেখে কোনওরকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।"

কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের প্রশিক্ষণ

আরও পড়ুন : আত্মহত্যার চেষ্টা বিফলে, নুন দিয়ে খুদকুঁড়োর ফ্যানই ভরসা প্রয়াত অধ্যাপকের পরিবারের

এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী বলেন, "এটা খুব ভালো উদ্যোগ । তার কারণ প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামিদিনে তাদের অনেকটাই সুবিধা হবে । এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.