ETV Bharat / state

Santipur Suicide: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের, পাশে মিলল সুইসাইড নোট

যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল নদিয়ার শান্তিপুরে (Santipur Suicide) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Santipur Suicide
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের
author img

By

Published : Apr 19, 2022, 4:20 PM IST

শান্তিপুর, 19 এপ্রিল: ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক (Santipur Suicide) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর 8 নম্বর ওয়ার্ডের ওস্তাগার লেন বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকায় ৷ মৃতের নাম আসিফ ইকবাল শেখ (28) ৷ মৃতের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোট।

জানা গিয়েছে, আসিফ ইকবাল শেখ বাবা-মায়ের একমাত্র সন্তান । বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন ৷ শান্তিপুরের একটি রাইস মিলে সিকিউরিটির কাজ করতেন তিনি। বন্ধুমহলে আসিফ ধীর স্থির এবং ঝামেলা এড়িয়ে যাওয়া ছেলে হিসেবে পরিচিত ছিল ।

আরও পড়ুন : Hyderabad Suicide Case : ফোনে আসক্ত মেয়েকে বকাঝকা বাবা-মার, মেট্রো স্টেশন থেকে ঝাঁপ এমবিএ ছাত্রীর

গতকাল রাত বারোটা নাগাদ বাবা-মার সঙ্গে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান । মঙ্গলবার সকালে তাঁর মা অনেকক্ষণ ডেকে সাড়া পাননি ৷ পরে স্বামী এবং প্রতিবেশীদের বিষয়টি জানান ৷ এরপর দরজা ভেঙে দেখা যায়, আসিফ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন ৷ শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷

আসিফের দু'টি মোবাইল, একটি সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দেয় পরিবার । এলাকার অনেকের অনুমান, মোবাইল এবং কল রেকর্ড সার্চ করলে পরিষ্কার হবে রহস্য। তবে সুইসাইড নোটে ঠিক কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে পুলিশ এখনও জানায়নি। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ।

শান্তিপুর, 19 এপ্রিল: ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক (Santipur Suicide) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর 8 নম্বর ওয়ার্ডের ওস্তাগার লেন বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকায় ৷ মৃতের নাম আসিফ ইকবাল শেখ (28) ৷ মৃতের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোট।

জানা গিয়েছে, আসিফ ইকবাল শেখ বাবা-মায়ের একমাত্র সন্তান । বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন ৷ শান্তিপুরের একটি রাইস মিলে সিকিউরিটির কাজ করতেন তিনি। বন্ধুমহলে আসিফ ধীর স্থির এবং ঝামেলা এড়িয়ে যাওয়া ছেলে হিসেবে পরিচিত ছিল ।

আরও পড়ুন : Hyderabad Suicide Case : ফোনে আসক্ত মেয়েকে বকাঝকা বাবা-মার, মেট্রো স্টেশন থেকে ঝাঁপ এমবিএ ছাত্রীর

গতকাল রাত বারোটা নাগাদ বাবা-মার সঙ্গে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান । মঙ্গলবার সকালে তাঁর মা অনেকক্ষণ ডেকে সাড়া পাননি ৷ পরে স্বামী এবং প্রতিবেশীদের বিষয়টি জানান ৷ এরপর দরজা ভেঙে দেখা যায়, আসিফ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন ৷ শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷

আসিফের দু'টি মোবাইল, একটি সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দেয় পরিবার । এলাকার অনেকের অনুমান, মোবাইল এবং কল রেকর্ড সার্চ করলে পরিষ্কার হবে রহস্য। তবে সুইসাইড নোটে ঠিক কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে পুলিশ এখনও জানায়নি। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.