ETV Bharat / state

নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে TMCP-ABVP সংঘর্ষ - Clash

TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে । জখম পাঁচ ।

নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে TMCP-ABVP সংঘর্ষ
author img

By

Published : Jul 22, 2019, 10:29 PM IST

নবদ্বীপ, 22 জুলাই : TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ৷ এই ঘটনায় দু'পক্ষের প্রায় পাঁচজন জখম হয়েছেন ৷ তাঁদের নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ৷

আজ দুপক্ষের সমর্থক তথা কলেজের ছাত্রীদের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয় ৷ চলে হাতাহাতি ৷ এরপরই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল বাঁধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷

TMCP-র অভিযোগ, ABVP-র সদস্যরা চক্রান্ত করে তাদের উপর আক্রমণ করেছে ৷ খুনের উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP-র বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এটা কাটমানি নিয়ে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব ৷

নবদ্বীপ, 22 জুলাই : TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ৷ এই ঘটনায় দু'পক্ষের প্রায় পাঁচজন জখম হয়েছেন ৷ তাঁদের নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ৷

আজ দুপক্ষের সমর্থক তথা কলেজের ছাত্রীদের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয় ৷ চলে হাতাহাতি ৷ এরপরই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল বাঁধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷

TMCP-র অভিযোগ, ABVP-র সদস্যরা চক্রান্ত করে তাদের উপর আক্রমণ করেছে ৷ খুনের উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP-র বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এটা কাটমানি নিয়ে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব ৷

Intro:ফের উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। প্রথমে মহিলা ছাত্রীদের মধ্যে বাঁধে সংঘর্ষ। শুরু হয় হাতাহাতি, এর পরেই এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদ দুই পক্ষের ছাত্রদের মধ্যে শুরু হয় ব্যাপক মারধর। টেবিলের পায়া ভেঙে দুই পক্ষই আক্রমণ চালায়। ঘটনায় আহত হয় দুই পক্ষেরই কম করে 5 জন। তাদের চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এবিভিপি এবং টিএমসিপির পক্ষ থেকে উভয় পক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। টিএমসিপির অভিযোগ এবিভিপি র কর্মী-সমর্থকরা মূলত চক্রান্ত করেই টিএমসিপি কর্মীদের ওপর আক্রমণ করেছে। শুধু আক্রমণ নয় খুনের উদ্দেশ্য ছিল তাদের। তাদের বহু কর্মী গুরুতর জখম হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও টিএমসিপির তোলা অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের অভিযোগ এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা কাট মানি নিয়ে টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব।Body:NABDWIP COLLEGEConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.