নবদ্বীপ, 22 জুলাই : TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ৷ এই ঘটনায় দু'পক্ষের প্রায় পাঁচজন জখম হয়েছেন ৷ তাঁদের নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ৷
আজ দুপক্ষের সমর্থক তথা কলেজের ছাত্রীদের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয় ৷ চলে হাতাহাতি ৷ এরপরই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল বাঁধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷
TMCP-র অভিযোগ, ABVP-র সদস্যরা চক্রান্ত করে তাদের উপর আক্রমণ করেছে ৷ খুনের উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে ABVP-র বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ এটা কাটমানি নিয়ে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব ৷