নদিয়া, 23 সেপ্টেম্বর : ছাত্র সংসদ কার দখলে থাকবে ? তা নিয়েই নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি কলেজে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
গত তিন বছর কলেজে কোনও নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ গঠিত হয়নি । অভিযোগ, কয়েক মাস আগে ছাত্র সংসদ দখল করে ABVP । আর আজ তার দখল নিতে যায় TMCP । তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষের জেরে কলেজের মধ্যে আটকে পড়েন অধ্যক্ষ ও অধ্যাপকরা ৷ ঘটনায় একজন অধ্যাপক মাথায় চোটও পান ৷ এই বিষয়ে, অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ কর বলেন, "কী বলব ? ছাত্ররা কি কথা শোনে ? এরাও কথা শোনে না , ওরাও কথা শোনে না৷ কার দোষ কার গুণ আমি এখন বিচার করতে যাব না ৷ আগামীকাল পরীক্ষা রয়েছে, প্রয়োজনে তা এখন বন্ধ রাখতে হতে হবে ৷" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷
এখনও উত্তপ্ত কলেজ ক্যাম্পাস ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷ গন্ডগোলের জেরে আগামীকাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ ৷