ETV Bharat / state

ছাত্র সংসদ দখল নিয়ে মাজদিয়ার কলেজে TMCP-ABVP সংঘর্ষ, বোমাবাজি - আগামীকাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত

ছাত্র সংসদ দখল নিয়ে নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি কলেজে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ বাধে ৷ চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষের জেরে কলেজের মধ্যে আটকে পড়েন অধ্যক্ষ ও অধ্যাপকরা ৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

ছবি
author img

By

Published : Sep 23, 2019, 4:48 PM IST

Updated : Sep 23, 2019, 6:58 PM IST

নদিয়া, 23 সেপ্টেম্বর : ছাত্র সংসদ কার দখলে থাকবে ? তা নিয়েই নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি কলেজে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

গত তিন বছর কলেজে কোনও নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ গঠিত হয়নি । অভিযোগ, কয়েক মাস আগে ছাত্র সংসদ দখল করে ABVP । আর আজ তার দখল নিতে যায় TMCP । তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষের জেরে কলেজের মধ্যে আটকে পড়েন অধ্যক্ষ ও অধ্যাপকরা ৷ ঘটনায় একজন অধ্যাপক মাথায় চোটও পান ৷ এই বিষয়ে, অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ কর বলেন, "কী বলব ? ছাত্ররা কি কথা শোনে ? এরাও কথা শোনে না , ওরাও কথা শোনে না৷ কার দোষ কার গুণ আমি এখন বিচার করতে যাব না ৷ আগামীকাল পরীক্ষা রয়েছে, প্রয়োজনে তা এখন বন্ধ রাখতে হতে হবে ৷" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

এখনও উত্তপ্ত কলেজ ক্যাম্পাস ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷ গন্ডগোলের জেরে আগামীকাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ ৷

নদিয়া, 23 সেপ্টেম্বর : ছাত্র সংসদ কার দখলে থাকবে ? তা নিয়েই নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি কলেজে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

গত তিন বছর কলেজে কোনও নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ গঠিত হয়নি । অভিযোগ, কয়েক মাস আগে ছাত্র সংসদ দখল করে ABVP । আর আজ তার দখল নিতে যায় TMCP । তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষের জেরে কলেজের মধ্যে আটকে পড়েন অধ্যক্ষ ও অধ্যাপকরা ৷ ঘটনায় একজন অধ্যাপক মাথায় চোটও পান ৷ এই বিষয়ে, অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ কর বলেন, "কী বলব ? ছাত্ররা কি কথা শোনে ? এরাও কথা শোনে না , ওরাও কথা শোনে না৷ কার দোষ কার গুণ আমি এখন বিচার করতে যাব না ৷ আগামীকাল পরীক্ষা রয়েছে, প্রয়োজনে তা এখন বন্ধ রাখতে হতে হবে ৷" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

এখনও উত্তপ্ত কলেজ ক্যাম্পাস ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷ গন্ডগোলের জেরে আগামীকাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ ৷

Intro:কলেজ দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নদীয়ার মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহা বিদ্যালয়ে।TMCP ও ABVP এর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র কলেজ ক্যাম্পাসে।দুই তরফেই ব্যাপক বোমাবাজি।এলাকায় মোতায়ন বিশাল পুলিশ বাহিনী।সূত্রের খবর,গত তিন বছর যাবৎ কলেজে কোনো নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ গঠন হয়নি।অভিযোগ,গত কয়েক মাস আগে ছাত্র সংসদ দখল করে ABVP।অভিযোগ,সোমবার ABVP এর কাছ থেকে কলেজ দখল নিতে যায় TMCP।আর তার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।চলে ব্যাপক বোমাবাজি।বোমাবাজি ও সংঘর্ষের জেরে কলেজের মধ্যে আটকে পড়েন অধ্যাপক ও কলেজ অধ্যক্ষ।পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে কলেজ থেকে অধ্যক্ষ ও অধ্যাপকদের।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।এই গন্ডগোলের জেরে আগামী কাল কলেজের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ অধ্যক্ষ।Body:MAJDIA COLLEGEConclusion:null
Last Updated : Sep 23, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.