কল্যাণী, 13 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে 24 ঘণ্টাই তৎপর ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা । তাই তাঁদের সুরক্ষার জন্য মাস্ক ও স্যানিটাইজা়র বিতরণ করলেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক শংকর সিংহ।
লকডাউন সত্ত্বেও ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতেও কোরোনা সংক্রমণ ঠেকাতে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন । মূলত তাঁদের কথা মাথায় রেখেই এদিন কল্যাণীর JNM হাসপাতাল পরিদর্শন করেন শংকর সিংহ ।
তিনি ডাক্তার এবং নার্সদের সুরক্ষার কথা মাথায় রেখে ওই হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জির হাতে স্যানিটাইজার় এবং মাস্ক তুলে দেন । শংকরবাবু জানান, এই মহামারীর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে । যাঁরা কোরোনা সংক্রমিতদের চিকিৎসা করছেন তাঁরা যাতে সুরক্ষিত থাকেন মূলত সেই কারণেই এমন উদ্যোগ ।