রানাঘাট, 14 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল লকডাউনে কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে ৷ তার জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই সার ৷ স্থানীয় পঞ্চায়েত থেকে কোনও সাহায্য না পেয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে ক্যানসারে আক্রান্ত রোগী ও তার পরিবার ।
নদিয়ার রানাঘাট থানার অনুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নারায়ণ অধিকারী । বাড়িতে রয়েছে স্ত্রীসহ ছেলেমেয়ে । দীর্ঘ 5 বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি । সেকারণে কাজ করতে পারেন না ৷ তার উপর ওষুধ খরচাও প্রচুর । স্ত্রী পরিচারিকার কাজ করতেন । স্বামীর অসুস্থতার কারণে তা বন্ধ হয়ে যায় ৷ কারণ দেখাশোনা করতে হয় নারায়ণবাবুকে । দুই ছেলে ভ্যান চালিয়ে কোনওরকমে সংসার চালায় । কিন্তু টানা লকডাউনে সবাই কর্মহীন ৷ কার্যত এক বেলা খেয়ে কাটাচ্ছে ওই দুস্থ পরিবার ।
অভিযোগ, পঞ্চায়েত থেকে কোনও সাহায্য না মেলায় সমস্যা আরও বেড়েছে । অভিযোগ, কেউ এক বেলা একটু খেতে দিলে খাবার জুটছে । না হলে ছেলেমেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে ।
এবিষয়ে রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ বলেন, " যাঁদের কাছে ছোটো কার্ড নেই অথচ তাঁরা দুস্থ ৷ তাঁদের জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি, BDO অফিসে এসে বিষয়টি জানালে আমি তাঁদের খাদ্যের ব্যবস্থা করে দেব । "