ETV Bharat / state

অফিসযাত্রীদের জন্য চালু কল্যাণী-ধর্মতলা বাস পরিষেবা

কল্যাণী পৌরসভার উদ্যোগে ও পরিবহন দপ্তরের সহায়তায় আজ থেকে শুরু হল কল্যাণী -ধর্মতলা সরকারি বাস পরিষেবা ৷

kalyani
অফিসষাত্রীদের জন্য চালু কল্যাণী -ধর্মতলা বাস পরিষেবা
author img

By

Published : Jun 11, 2020, 2:18 PM IST

কল্যাণী, 11 জুন : নদিয়ার কল্যাণী থেকে অফিস করতে অনেক লোক কলকাতায় আসে ৷ সেইসব যাত্রীদের কথা মাথায় রেখে কল্যাণী পৌরসভার উদ্যোগে ও রাজ্য পরিবহন দপ্তরের সহায়তায় শুরু হল কল্যাণী-ধর্মতলা সরকারি বাস পরিষেবা ।

সোমবার থেকে ইতিমধ্যেই খুলে গিয়েছে সরকারি ও বেসরকারি অফিস । কিন্তু ট্রেন বন্ধ । এই পরিস্থিতিতে কল্যাণী থেকে কলকাতায় যেতে সমস্যায় পড়ছিল বহু মানুষ । তাদের কথা মাথায় রেখে আজ থেকে শুরু হল এই সরকারি বাস পরিষেবা । পৌরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাস চালু হলেও কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । বাসে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নেওয়া হবে । বাসে ওঠানোর আগে যাত্রীদের হাত স্যানিটাইজ় করানো হচ্ছে । শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হচ্ছে ।

kalyani
বাসে ওঠার আগে চলছে তাপমাত্রা মাপার কাজ

পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আপাতত সপ্তাহে পাঁচ দিন চলবে এই বাস । পরে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে । এক বাসযাত্রী জানান, তিনি কলকাতায় চাকরি করেন । ট্রেন বন্ধ । তাই বাস পাওয়ায় সুবিধে হল ।

কল্যাণী, 11 জুন : নদিয়ার কল্যাণী থেকে অফিস করতে অনেক লোক কলকাতায় আসে ৷ সেইসব যাত্রীদের কথা মাথায় রেখে কল্যাণী পৌরসভার উদ্যোগে ও রাজ্য পরিবহন দপ্তরের সহায়তায় শুরু হল কল্যাণী-ধর্মতলা সরকারি বাস পরিষেবা ।

সোমবার থেকে ইতিমধ্যেই খুলে গিয়েছে সরকারি ও বেসরকারি অফিস । কিন্তু ট্রেন বন্ধ । এই পরিস্থিতিতে কল্যাণী থেকে কলকাতায় যেতে সমস্যায় পড়ছিল বহু মানুষ । তাদের কথা মাথায় রেখে আজ থেকে শুরু হল এই সরকারি বাস পরিষেবা । পৌরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাস চালু হলেও কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । বাসে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নেওয়া হবে । বাসে ওঠানোর আগে যাত্রীদের হাত স্যানিটাইজ় করানো হচ্ছে । শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হচ্ছে ।

kalyani
বাসে ওঠার আগে চলছে তাপমাত্রা মাপার কাজ

পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আপাতত সপ্তাহে পাঁচ দিন চলবে এই বাস । পরে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে । এক বাসযাত্রী জানান, তিনি কলকাতায় চাকরি করেন । ট্রেন বন্ধ । তাই বাস পাওয়ায় সুবিধে হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.