ETV Bharat / state

বেতাই সীমান্ত থেকে উদ্ধার দেড় কোটির মার্কিন ডলার - উদ্ধার মার্কিন ডলার

BSF Recoveres US Dollars: সীমান্ত এলাকায় তদন্ত চালিয়ে প্রায় 1কোটি 39 লক্ষ টাকার মূল্যের বেআইনি মার্কিন ডলার উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 6:38 AM IST

নদিয়া, 4 জানুয়ারি: সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মার্কিন ডলার ৷ উদ্ধার হওয়া ডলারের মূল্য প্রায় 1কোটি 39 লক্ষ টাকা ৷ বুধবার রাতে নদিয়ার বেতাই সীমান্ত এলাকার ঘটনা ৷ এদিন সংশ্লিষ্ট এলাকায় 84 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়েই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বিএসএফের গোয়েন্দাদের কাছে এই ধরনের চোরাচালানের খবর ছিল ৷ বিদেশি মুদ্রা পাচার হয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছিল । সূত্রের খবর, এদিন 84 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা নজরদারি চালাচ্ছিলেন । গভীর রাতে হঠাৎই কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাদের ধাওয়া করেন জওয়ানরা। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ৷ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করেন। উদ্ধার হওয়া বেআইনি বৈদেশিক মুদ্রাগুলি চাপরা কাস্টম অফিসে হস্তান্তর করেন বিএসএফ জওয়ানরা ।

নদিয়ার সীমান্ত এলাকায় চোরা চালানকারীদের কারবার এই প্রথম নয় ৷ জেলার করিমপুর থেকে শুরু করে চাপরা কৃষ্ণগঞ্জ-এ বিস্তীর্ণ বর্ডার এলাকায় এর আগেও একাধিকবার চোরাচালকারীদের ঘটনা সামনে এসেছে ৷ সে কথা মাথায় রেখেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ সোনার বিস্কুট থেকে শুরু করে গরু পাচারের ঘটনা অতীতে ঘটেছে ।

পাচার আটকাটে গিয়ে চোরা-চালানকারীদের সঙ্গে বিএসফের সংঘর্ষ হচ্ছে ৷ কয়েকদিন আগেই নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দু'জন বাংলাদেশি চোরা-চালানকারীর মৃত্যু ঘটেছে। এদিন প্রায় দেড় কোটি মূল্যের মার্কিন ডলার উদ্ধার হলেও কোনও চোরাচালানকারীকে গ্রেফতার করা যায়নি। তবে গতকাল রাতের ঘটনার কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ড্রোনের মাধ্যমে ভারতে চোরাচালান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  2. পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন
  3. ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের

নদিয়া, 4 জানুয়ারি: সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মার্কিন ডলার ৷ উদ্ধার হওয়া ডলারের মূল্য প্রায় 1কোটি 39 লক্ষ টাকা ৷ বুধবার রাতে নদিয়ার বেতাই সীমান্ত এলাকার ঘটনা ৷ এদিন সংশ্লিষ্ট এলাকায় 84 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়েই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বিএসএফের গোয়েন্দাদের কাছে এই ধরনের চোরাচালানের খবর ছিল ৷ বিদেশি মুদ্রা পাচার হয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছিল । সূত্রের খবর, এদিন 84 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা নজরদারি চালাচ্ছিলেন । গভীর রাতে হঠাৎই কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাদের ধাওয়া করেন জওয়ানরা। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ৷ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করেন। উদ্ধার হওয়া বেআইনি বৈদেশিক মুদ্রাগুলি চাপরা কাস্টম অফিসে হস্তান্তর করেন বিএসএফ জওয়ানরা ।

নদিয়ার সীমান্ত এলাকায় চোরা চালানকারীদের কারবার এই প্রথম নয় ৷ জেলার করিমপুর থেকে শুরু করে চাপরা কৃষ্ণগঞ্জ-এ বিস্তীর্ণ বর্ডার এলাকায় এর আগেও একাধিকবার চোরাচালকারীদের ঘটনা সামনে এসেছে ৷ সে কথা মাথায় রেখেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ সোনার বিস্কুট থেকে শুরু করে গরু পাচারের ঘটনা অতীতে ঘটেছে ।

পাচার আটকাটে গিয়ে চোরা-চালানকারীদের সঙ্গে বিএসফের সংঘর্ষ হচ্ছে ৷ কয়েকদিন আগেই নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দু'জন বাংলাদেশি চোরা-চালানকারীর মৃত্যু ঘটেছে। এদিন প্রায় দেড় কোটি মূল্যের মার্কিন ডলার উদ্ধার হলেও কোনও চোরাচালানকারীকে গ্রেফতার করা যায়নি। তবে গতকাল রাতের ঘটনার কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ড্রোনের মাধ্যমে ভারতে চোরাচালান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  2. পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন
  3. ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.