কলকাতা/কৃষ্ণনগর, 25 ফেব্রুয়ারি: চুরির কায়দাবাজিতে অভিভূত বিএসএফ (BSF) । জুতোর মধ্যে লুকানো 40 লাখ টাকার সোনা । শুনতে তাজ্জব লাগলেও এটাই সত্যি । আজ, শনিবার দক্ষিণবঙ্গ বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের 82 ব্যাটালিয়নের সীমা চৌকি মহাখোলার জওয়ানরা এক চোরাকারবারিকে আটক করেছেন । সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুতোর ভিতর লুকিয়ে রাখা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন তাঁরা । বিএসএফ 6টি সোনার বিস্কুট উদ্ধার করেছে ওই চোরাকারবারীর কাছ থেকে (BSF Recovers Gold Biscuits) ৷
বিএসএফ সূত্রের দাবি, জওয়ানরা লক্ষ্য করেন যে সীমান্তের (India-Bangladesh Border) দিক থেকে একজন সন্দেহজনক ব্যক্তি আসছেন । যখন তিনি আরও কাছে আসেন, তখন জওয়ানরা লোকটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরে যখন তাঁকে তল্লাশি করা হয়, তখন তাঁর জুতোর ভিতর থেকে 6টি সোনার বিস্কুট উদ্ধার হয় । জওয়ানরা সঙ্গে সঙ্গে পাচারকারীকে ধরে ফেলে ।
বিএসএফ জানিয়েছে, পাচারকারীর নাম আশাদুল মণ্ডল (40) । নদিয়া জেলারই বাসিন্দা ধৃত ব্যক্তি । বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন 699.99 গ্রাম ৷ যার আনুমানিক মূল্য 40 লক্ষ 24 হাজার 267 টাকা ৷ ধৃত চোরাকারবারী ও জব্দকৃত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস তেহট্টতে হস্তান্তর করা হয়েছে ।
বিএসএফের দাবি, জিজ্ঞাসাবাদে চোরাকারবারি স্বীকার করেছেন যে তিনি দুই বছর ধরে আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন । তিনি আরও জানান, আজ তিনি জিরো লাইনের কাছে বাংলাদেশের কুতুবপুর গ্রামের বাসিন্দা হিরণ মণ্ডলের কাছ থেকে এই জুতোগুলো নিয়েছিলেন, যাতে 6টি সোনার বিস্কুট লুকানো ছিল ।
82 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ‘‘চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে । কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা ও বোঝাপড়ার কারণে চোরাকারবারিরা ক্রমাগত ধরা পড়ছে এবং তাদের পরিকল্পনা প্রতিনিয়ত বানচাল করা হচ্ছে ।’’
এদিকে গতকাল, শুক্রবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি রামচন্দ্রপুর ও মুস্তাফাপুর, 107 ব্যাটালিয়ন এবং সীমা চৌকি মহাখোলা, 82 ব্যাটালিয়নের জওয়ানরা 21 কেজি গাঁজা-সহ এক চোরাকারবারী, 600 বোতল ফেনসিডিল ও 385 বোতল কোডিন সিরাপ আটক করেছে । সমস্ত ঘটনায় বাজেয়াপ্ত করা পণ্যের মোট মূল্য 1 লক্ষ 90 হাজার 561 টাকা ৷ আটক চোরাকারবারী ও বাজেয়াপ্ত করা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয় ।