ETV Bharat / state

শান্তিপুরে বোমাবাজি, গুরুতর জখম মহিলা - বোমাবাজি শান্তিপুরে

শান্তিপুরে বোমার আঘাতে জখম এক মহিলা । ভরতি শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে ।

nadia
বোমাবাজি শান্তিপুরে
author img

By

Published : Aug 5, 2020, 5:16 PM IST

শান্তিপুর, 5 অগাস্ট : শান্তিপুরে বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম হন এক মহিলা । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনির বাসিন্দা গোবিন্দ দাস । গতরাত সাড়ে এগারোটা নাগাদ বোমা ফাটার আওয়াজ শুনতে পান তিনি । তাঁর বক্তব্য, ততক্ষণে তাঁর ঘর অন্ধকার হয়ে যায় । তিনি বাইরে আসতে না আসতেই তাঁর বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়ে । জখম হন তাঁর স্ত্রী । ভয়ে মেয়ে ও নাতিকে খাটের তলায় ঢুকিয়ে দেন । আশপাশের লোক ডাকতে শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । গুরুতর জখম হন রানি দাস(45) । দ্রুত তাঁকে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা গোবিন্দ দাসের বাড়িতে বোমা ছোড়ার আগে পাশের আর একটি বাড়িতেও বোমা ছোড়ে ।

দেখুন কী বলছেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য

গোবিন্দবাবু ও তাঁর পরিবারের কথায়, তাঁদের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না । ফলে কেন এমন ঘটনা ঘটবল এখনও তা বুঝতে পারছেন না । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন তাঁরা । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি ।

শান্তিপুর, 5 অগাস্ট : শান্তিপুরে বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম হন এক মহিলা । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনির বাসিন্দা গোবিন্দ দাস । গতরাত সাড়ে এগারোটা নাগাদ বোমা ফাটার আওয়াজ শুনতে পান তিনি । তাঁর বক্তব্য, ততক্ষণে তাঁর ঘর অন্ধকার হয়ে যায় । তিনি বাইরে আসতে না আসতেই তাঁর বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়ে । জখম হন তাঁর স্ত্রী । ভয়ে মেয়ে ও নাতিকে খাটের তলায় ঢুকিয়ে দেন । আশপাশের লোক ডাকতে শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । গুরুতর জখম হন রানি দাস(45) । দ্রুত তাঁকে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা গোবিন্দ দাসের বাড়িতে বোমা ছোড়ার আগে পাশের আর একটি বাড়িতেও বোমা ছোড়ে ।

দেখুন কী বলছেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য

গোবিন্দবাবু ও তাঁর পরিবারের কথায়, তাঁদের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না । ফলে কেন এমন ঘটনা ঘটবল এখনও তা বুঝতে পারছেন না । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন তাঁরা । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.