শান্তিপুর, 29 জুন : রাস্তার সারমেয়দের খেতে দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে এক সমাজকর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে ।
আরও পড়ুন : মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ব্যক্তি
জানা গিয়েছে, শান্তিপুরের তোপখানা পাড়া এলাকার বাসিন্দা সূর্য প্রামাণিক একজন সমাজকর্মী ৷ তিনি বেশ কিছু যুবককে নিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় থাকা সারমেয়দের খেতে দিতেন । অভিযোগ, এই নিয়ে কয়েকদিন আগে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় । আর এর পরই সোমবার গভীর রাতে ওই সমাজকর্মীর বাড়িতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী । তিনি বলেন, "রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে ছিলাম ৷ একটা বোমের আওয়াজ শুনি ৷ বাইরে বেরিয়ে দেখি একটা বোমা পড়েছে ৷ গেটের সামনে একটা বোমা রাখা ছিল ৷" কারা এই কাজ করেছে তা এখনই বুঝতে পারছেন না তিনি ৷ আশা করছেন, সবার সঙ্গে কথা বলার পর বুঝতে পারবেন ৷ তবে এই ঘটনায় তিনি তো বটেই, সূর্যবাবুর বাড়ির লোকজনও বেশ আতঙ্কে আছেন ৷
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমাগুলি উদ্ধার করে । ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সূর্য প্রামাণিক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।