ETV Bharat / state

কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস - কল্যাণী জেএনএম হাসপাতাল

এবার ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের জীবাণু মিলল নদিয়ার চাকদার বাসিন্দা এক ব্যক্তির শরীরে ৷ বর্তমানে তিনি কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনা জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে ৷

কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস
কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস
author img

By

Published : May 31, 2021, 1:26 PM IST

চাকদা, 31 মে : নদিয়ার কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের হদিশ ৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে ধরা পড়ল এক মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী । বাড়ি চাকদার যশরা বিশ্বাসপাড়ায় ।

মঙ্গলবার বেচারাম দাস (56) নামে এক ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালের আউটডোরে নিয়ে আসেন পরিবারের লোকজন । সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বুধবার হাসপাতালে ভর্তি করানো হয় । এরপরই জানা যায়, তিনি করোনা আক্রান্ত । চিকিৎসার পর নানা উপসর্গ দেখে ডাক্তাররা জানতে পারেন তিনি ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ।

এই ঘটনা জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম তৈরি করেন । এই বিষয়ে হাসপাতাল সুপার অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, জেএনএম হাসপাতালেই ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে । যদি তা সম্ভব না হয় তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস

আরও পড়ুন : ছাড়পত্র দিল না রাজ্য, দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

আক্রান্তের স্ত্রী বেবী দাস জানান, চোখে ও দাঁতের যন্ত্রণা নিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে আসি । ডাক্তাররা জানান তিনি কোভিডে আক্রান্ত ।
আক্রান্তের ছেলে সুমন দাস বলেন, "আপাতত কল্যাণীর জেএনএম হাসপাতালেই বাবার চিকিৎসা চলছে । এখানে অপারেশন না হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথাও রয়েছে ।"

চাকদা, 31 মে : নদিয়ার কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের হদিশ ৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে ধরা পড়ল এক মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী । বাড়ি চাকদার যশরা বিশ্বাসপাড়ায় ।

মঙ্গলবার বেচারাম দাস (56) নামে এক ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালের আউটডোরে নিয়ে আসেন পরিবারের লোকজন । সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বুধবার হাসপাতালে ভর্তি করানো হয় । এরপরই জানা যায়, তিনি করোনা আক্রান্ত । চিকিৎসার পর নানা উপসর্গ দেখে ডাক্তাররা জানতে পারেন তিনি ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ।

এই ঘটনা জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম তৈরি করেন । এই বিষয়ে হাসপাতাল সুপার অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, জেএনএম হাসপাতালেই ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে । যদি তা সম্ভব না হয় তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস

আরও পড়ুন : ছাড়পত্র দিল না রাজ্য, দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

আক্রান্তের স্ত্রী বেবী দাস জানান, চোখে ও দাঁতের যন্ত্রণা নিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে আসি । ডাক্তাররা জানান তিনি কোভিডে আক্রান্ত ।
আক্রান্তের ছেলে সুমন দাস বলেন, "আপাতত কল্যাণীর জেএনএম হাসপাতালেই বাবার চিকিৎসা চলছে । এখানে অপারেশন না হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথাও রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.