ETV Bharat / state

কৃষ্ণনগরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকশো কর্মীর - উজ্জ্বল বিশ্বাস

কয়েকশো বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নদিয়ার কৃষ্ণনগরে । তাদের হাতে সোমবার দলীয় পতাকা তুলে দেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।

Krishnanagar
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কৃষ্ণনগরের একাধিক বিজেপি কর্মী
author img

By

Published : Jul 12, 2021, 11:02 PM IST

কৃষ্ণনগর, 12 জুলাই : বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিল রাজ্যে । তবে বিধানসভা নির্বাচনের পরে উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপি ছেড়ে অনেকেই পুনরায় তৃণমূলে যোগ দিচ্ছেন । এবার বিজেপি ছেড়ে প্রায় কয়েকশো বেশি বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

সোমবার নদিয়ার কৃষ্ণনগরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ্য, রাজ্যের তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে । এর আগেও নদিয়ার একাধিক জায়গায় বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । এবার কৃষ্ণনগরে প্রায় কয়েকশো বেশি যুবক বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি, চাঞ্চল্য স্বরূপনগরে

এদিন কৃষ্ণনগরে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "যারা ভুল বুঝে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিংবা চলে গিয়েছিলেন তাঁরা আবার তৃণমূলের হাত শক্ত করার জন্য যোগদান করেছেন । আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য এবং মুক্ত ভারতবর্ষ তৈরি করার জন্য এক সঙ্গে লড়াই করব ।"

কৃষ্ণনগর, 12 জুলাই : বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিল রাজ্যে । তবে বিধানসভা নির্বাচনের পরে উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপি ছেড়ে অনেকেই পুনরায় তৃণমূলে যোগ দিচ্ছেন । এবার বিজেপি ছেড়ে প্রায় কয়েকশো বেশি বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

সোমবার নদিয়ার কৃষ্ণনগরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ্য, রাজ্যের তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে । এর আগেও নদিয়ার একাধিক জায়গায় বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । এবার কৃষ্ণনগরে প্রায় কয়েকশো বেশি যুবক বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি, চাঞ্চল্য স্বরূপনগরে

এদিন কৃষ্ণনগরে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "যারা ভুল বুঝে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিংবা চলে গিয়েছিলেন তাঁরা আবার তৃণমূলের হাত শক্ত করার জন্য যোগদান করেছেন । আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য এবং মুক্ত ভারতবর্ষ তৈরি করার জন্য এক সঙ্গে লড়াই করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.