ধুবুলিয়া (নদিয়া), 10 জুলাই: নির্বাচনের দু'দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী ৷ আর আজ, সোমবার তাঁর দেহ মিলল বাড়ি থেকে কিছু দূরে এক পাট ক্ষেতে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত পণ্ডিতপুর গ্রামে। মৃত বিজেপি কর্মীর নাম অষ্টম মণ্ডল। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁর বউদিও ওই এলাকার 101 নম্বর বুথের বিজেপির মনোনীত প্রার্থী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনে প্রচার করার সময় নিখোঁজ হন প্রায় বছর আঠাশের অষ্টম । ওইদিনই ধুবুলিয়া থানায় তাঁর নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। কিন্তু দু'দিন ধরে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা পাট খেতে অষ্টমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি কর্মী অষ্টম যাতে নির্বাচনে সক্রিয়ভাবে কাজ না-করতে পারে সেই কারণে আগে থেকেই তাঁকে সরিয়ে দিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ৷ অষ্টমের মৃত্যুতে অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে মৃত অষ্টমের পরিবার ।
পাশাপাশি নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ বলেন, "নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি আমরা দেখেছি। বিজেপিকে যাতে দমিয়ে রাখতেই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীকে খুন করেছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।"
আরও পড়ুন: নাকাশিপাড়ায় পুনর্নির্বাচনের আগের রাতে গুলিবিদ্ধ সিপিএম কর্মী, অভিযুক্ত তৃণমূল
প্রসঙ্গত, আজ রাজ্যে 696টি বুথে চলছে পুনর্নির্বাচন ৷ এরই মধ্যে নদিয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়েছেন সিপিএম কর্মী। অভিযোগের তির সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই সিপিএম কর্মীকে যেখানে গুলি করা হয়, সেখান থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। অভিযোগ, শাসকদলের দুষ্কৃতী তাণ্ডবে এতটাই তিনি আতঙ্কিত ছিলেন যে প্রথমে হাসপাতালে পর্যন্ত যেতে পারেনি। এরপর গভীর রাতে কোনওরকমে হাসপাতালে ভরতি হন সাজ্জাদ মণ্ডল নামে ওই সিপিএম কর্মী ৷