কৃষ্ণনগর, 29 এপ্রিল : নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়ার বিক্রমপুরে সোনাডাঙা রাজবাড়ি ভোটকেন্দ্রের 79/162 নম্বর বুথে BJP কর্মীদের মারধর করা হয় । দু'টি গাড়িতে ভাঙচুরও চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে ।
BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথের ভিতরে ঢুকে ভোটারদের ভোট দানে বাধা দেয় । সেইসঙ্গে BJP-র পোলিং এজেন্টদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয় । BJP-র পক্ষ থেকে বুথ চত্বরে উপস্থিত আধা সেনাকে জানানো হলে তারা এসে দুষ্কৃতীদের বের করে দেয় । এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর চড়াও হয় । মারধর করে । তাদের গাড়ি ভাঙচুর করে ।
ঘটনায় কয়েকজন BJP কর্মী সহ আহত হন এক গাড়িচালক । আহত ওই চালক বেথুয়াডহড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।