ETV Bharat / state

নাকাশিপাড়ায় BJP কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুর - nadia

নদিয়ায় BJP কর্মীদের মারধর করা হয় । দু'টি গাড়িতে ভাঙচুরও চালানো হয় । অভিযুক্ত তৃণমূল ।

BJP-র গাড়ি ভাঙচুর
author img

By

Published : Apr 29, 2019, 3:27 PM IST

কৃষ্ণনগর, 29 এপ্রিল : নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়ার বিক্রমপুরে সোনাডাঙা রাজবাড়ি ভোটকেন্দ্রের 79/162 নম্বর বুথে BJP কর্মীদের মারধর করা হয় । দু'টি গাড়িতে ভাঙচুরও চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথের ভিতরে ঢুকে ভোটারদের ভোট দানে বাধা দেয় । সেইসঙ্গে BJP-র পোলিং এজেন্টদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয় । BJP-র পক্ষ থেকে বুথ চত্বরে উপস্থিত আধা সেনাকে জানানো হলে তারা এসে দুষ্কৃতীদের বের করে দেয় । এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর চড়াও হয় । মারধর করে । তাদের গাড়ি ভাঙচুর করে ।

ঘটনায় কয়েকজন BJP কর্মী সহ আহত হন এক গাড়িচালক । আহত ওই চালক বেথুয়াডহড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

কৃষ্ণনগর, 29 এপ্রিল : নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়ার বিক্রমপুরে সোনাডাঙা রাজবাড়ি ভোটকেন্দ্রের 79/162 নম্বর বুথে BJP কর্মীদের মারধর করা হয় । দু'টি গাড়িতে ভাঙচুরও চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথের ভিতরে ঢুকে ভোটারদের ভোট দানে বাধা দেয় । সেইসঙ্গে BJP-র পোলিং এজেন্টদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হয় । BJP-র পক্ষ থেকে বুথ চত্বরে উপস্থিত আধা সেনাকে জানানো হলে তারা এসে দুষ্কৃতীদের বের করে দেয় । এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর চড়াও হয় । মারধর করে । তাদের গাড়ি ভাঙচুর করে ।

ঘটনায় কয়েকজন BJP কর্মী সহ আহত হন এক গাড়িচালক । আহত ওই চালক বেথুয়াডহড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

Intro:নদীয়া র নাকাশিপাড়া বিক্রমপুর ৭৯/ ১৬২ বুথে সোনাডাঙ্গা জমিদার বাড়ি বিজেপি কর্মী দের মারধর করে দুটি গাড়ি কাচ ভেঙে ফেলা হয়। আহত গাড়ির চালক। বেথুয়াডহড়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তৃনমুল দুষ্কৃতীরা ভোট দানে বাধা দিলে পূলিশ এসে তাদের হটালে, সেই রাগে মারধর করে।Body:NADIA NAKASHIPARAConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.