শান্তিপুর, 4 জুলাই: রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে প্রায় 150 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন । রবিবার শান্তিপুর ডাকঘর পৌরবাজারে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণও করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবিররঞ্জন বিশ্বাস, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণীকুমার রায়-সহ একাধিক তৃণমূল নেতারা ।
এদিন রক্তদান শিবিরের শেষে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন শান্তিপুর বিধানসভা এলাকার শহর ও ব্লকের প্রায় 150 জন বিজেপি কর্মী । এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "কড়া বিধি-নিষেধের সময় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন তা আর প্রশংসার বাকি রাখে না । আজ যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাঁরা বিজেপির প্রতি আর আস্থা রাখতে পারছেন না ৷ তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে আগামীদিনে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা ।"
আরও পড়ুন: বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিলেন অনেকে । তবে নির্বাচনের পর থেকেই উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপির অনেক নেতা-কর্মীরাই এখন তৃণমূলে যোগ দিচ্ছেন । বিজেপি কর্মীদের তৃণমূলে এই যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা রাজনৈতিক মহল ।