ETV Bharat / state

জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধর, অভিযুক্ত BJP - clash

নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকায় জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধর করা হল । অভিযোগের তির BJP-র দিকে ।

তৃণমূল কর্মীকে মারধর
author img

By

Published : May 11, 2019, 12:26 PM IST

Updated : May 11, 2019, 8:08 PM IST

তেহট্ট, 11 মে : জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকার । আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার । তিনি তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় চার BJP কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

গতকাল বিকেলে বেতাইয়ের বাসিন্দা অর্জুন হালদার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে কয়েকজন BJP কর্মী তাঁকে দেখে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকেন । এর পর জয়শ্রীরাম বলার জন্য তাঁর উপর চাপ দিতে থাকেন ওই BJP কর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অর্জুন হালদারের অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করায় ওই BJP কর্মীরা তাঁকে মারধর করেন। এমনকী প্রাণে মারার হুমকিও দেন । তিনি বলেন, "আমাকে চার-পাঁচ জন ঘিরে রেখে জয়শ্রীরাম বলতে বলছিল । তারপর তেলু হালদার আমাকে মারা শুরু করে । সে বলে জয়শ্রীরাম না বললে আমাকে মেরেই ফেলবে ।"

তেহট্ট, 11 মে : জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকার । আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার । তিনি তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় চার BJP কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

গতকাল বিকেলে বেতাইয়ের বাসিন্দা অর্জুন হালদার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে কয়েকজন BJP কর্মী তাঁকে দেখে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকেন । এর পর জয়শ্রীরাম বলার জন্য তাঁর উপর চাপ দিতে থাকেন ওই BJP কর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অর্জুন হালদারের অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করায় ওই BJP কর্মীরা তাঁকে মারধর করেন। এমনকী প্রাণে মারার হুমকিও দেন । তিনি বলেন, "আমাকে চার-পাঁচ জন ঘিরে রেখে জয়শ্রীরাম বলতে বলছিল । তারপর তেলু হালদার আমাকে মারা শুরু করে । সে বলে জয়শ্রীরাম না বললে আমাকে মেরেই ফেলবে ।"

Intro:জয় শ্রী রাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার বেতাই এলাকায়।
আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার।সূত্রের খবর,শুক্রবার বিকেলে বেতাই এর বাসিন্দা অর্জুন হালদার নামের এক তৃণমূল কর্মী তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বাড়ী ফিরছিলেন।অভিযোগ,পথে কয়েকজন বিজেপি কর্মী তাকে দেখে জয় শ্রীরাম বলতে থাকে।অভিযোগ,এর পর অর্জুন হালদারকেও জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে ওই বিজেপি কর্মীরা।অভিযোগ,জয় শ্রীরাম বলতে অস্বীকার করায় ওই বিজেপি কর্মীরা অর্জুন বাবুকে মারধর করে।বর্তমানে অর্জুন হালদার তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় চার বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Body:NADIA TEHOTTO BETAIConclusion:
Last Updated : May 11, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.