ETV Bharat / state

"BJP-কে ভোট দিয়েছিস ?" বলেই মার তৃণমূলের - bjp supporters attacked

নদিয়ার রানাঘাটে এবার জিতেছে BJP । তারপরই এক BJP সমর্থকের পরিবারের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আক্রান্তদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

আক্রান্ত দুই যুবক
author img

By

Published : May 26, 2019, 4:49 PM IST

Updated : May 26, 2019, 7:57 PM IST

রানাঘাট, 26 মে : BJP-কে ভোট দেওয়ায় মারধর একই পরিবারের চারজনকে । ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিমপাড়ার । অভিযুক্ত তৃণমূল । আহতদের মধ্যে রয়েছেন দু'জন মহিলাও । তাঁদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

23 মে ফলাফল বেরোনোর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলেছে । 18টি আসন পেয়ে BJP রাজ্যে নিজেদের উত্থানে উল্লসিত । এদিকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে হিংসা । নদিয়ার রানাঘাটেও ছবিটা একইরকম । এখানে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসকে পরাজিত করেছে BJP-র জগন্নাথ সরকার । আক্রান্তদের অভিযোগ, এই সিটে BJP জেতার ফলেই তাঁদের উপর এভাবে আক্রমণ করা হয়েছে । তাঁদের মতে, যারা BJP-কে ভোট দিয়েছে তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে উৎপল বিশ্বাস নামে আক্রান্ত ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে বলেন, "ওরা নিজেরা ঝামেলা করছিল । আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম । আমাকে দেখেই বাঁশ, লাঠি, রড দিয়ে মারতে শুরু করে । আমি সেভাবে কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নই । কিন্তু আমার পরিবার BJP-কে ভোট দিয়েছে । এটা জানার পরই তৃণমূলের গুন্ডারা আমাকে মারে । বলে, তোরা কেন BJP-কে ভোট দিয়েছিস ?" একই সুরে এলাকার এক BJP কর্মীও বলেন, "আমাদের পার্টির সমর্থক । BJP-কে ভোট দিয়েছে বলে ওদের গালাগালি করেছে, মারধর করেছে । একই পরিবারের মা, মেয়ে ও ছেলেকে মারধর করা হয়েছে । আমি খবর পেয়ে হাসপাতালে এলাম ।"

রানাঘাট, 26 মে : BJP-কে ভোট দেওয়ায় মারধর একই পরিবারের চারজনকে । ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিমপাড়ার । অভিযুক্ত তৃণমূল । আহতদের মধ্যে রয়েছেন দু'জন মহিলাও । তাঁদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

23 মে ফলাফল বেরোনোর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলেছে । 18টি আসন পেয়ে BJP রাজ্যে নিজেদের উত্থানে উল্লসিত । এদিকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে হিংসা । নদিয়ার রানাঘাটেও ছবিটা একইরকম । এখানে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসকে পরাজিত করেছে BJP-র জগন্নাথ সরকার । আক্রান্তদের অভিযোগ, এই সিটে BJP জেতার ফলেই তাঁদের উপর এভাবে আক্রমণ করা হয়েছে । তাঁদের মতে, যারা BJP-কে ভোট দিয়েছে তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে উৎপল বিশ্বাস নামে আক্রান্ত ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে বলেন, "ওরা নিজেরা ঝামেলা করছিল । আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম । আমাকে দেখেই বাঁশ, লাঠি, রড দিয়ে মারতে শুরু করে । আমি সেভাবে কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নই । কিন্তু আমার পরিবার BJP-কে ভোট দিয়েছে । এটা জানার পরই তৃণমূলের গুন্ডারা আমাকে মারে । বলে, তোরা কেন BJP-কে ভোট দিয়েছিস ?" একই সুরে এলাকার এক BJP কর্মীও বলেন, "আমাদের পার্টির সমর্থক । BJP-কে ভোট দিয়েছে বলে ওদের গালাগালি করেছে, মারধর করেছে । একই পরিবারের মা, মেয়ে ও ছেলেকে মারধর করা হয়েছে । আমি খবর পেয়ে হাসপাতালে এলাম ।"

Intro:RANAGHAT BJP ATTACKSBody:বিজেপিতে ভোট দেওয়ার অপরাধে একই পরিবারের দুই মহিলা সহ চার সদস্যকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিম পাড়ায়।ঘটনায় আহতদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তী করা হয়েছে।
সূত্রের খবর,লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী হবিবপুরের বিভিন্ন এলাকায় ভালো ফল করেছে বিজেপি।বিজেপির অভিযোগ,আর সেই কারণে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়ীতে চড়াও হয়ে মারধর করছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা।যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।Conclusion:null
Last Updated : May 26, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.