কলকাতা, 13 নভেম্বর : নির্বাচন কমিশনে এবার পালটা অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের দাবি, উপনির্বাচনকে কেন্দ্র করে BJP ফেক নিউজ ছড়াচ্ছে । BJP-র রাজ্য সভাপতি মিথ্যে অভিযোগ করছেন । এর বিরুদ্ধে গতকাল তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন ।
ঘটনার কেন্দ্রে একটি ছবি । সেই ছবিতে দেখা যাচ্ছে, সাংসদ মহুয়া মৈত্রর পিছনে দাঁড়িয়ে রয়েছেন নদিয়ার করিমপুরের থানাপাড়া থানার OC সুমিত কুমার ঘোষ । সেই ছবিটি দিয়েই BJP-র তরফে সোমবার অভিযোগ জানানো হয়, সুমিত না কি প্রতিদিন মহুয়া মৈত্র সঙ্গে প্রচারে বের হচ্ছেন । ছবি সেটাই প্রমাণ করছে । অবিলম্বে সুমিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় BJP । সেই সূত্রে কমিশনের তরফে জেলা শাসকের কাছে রিপোর্টও চাওয়া হয় ।
সাংসদ মহুয়া মৈত্রর ফেসবুক পেজের ওয়ালে টাইমলাইন বলছে, ছবিটি আপলোড করা হয়েছিল গত 18 অগাস্ট । তাতে ক্যাপশন ছিল, "আজ করিমপুর ব্লক 2-এ সবজির খেতে এবং পুরোনো কর্মীদের বাড়ি ঘুরে দেখলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্র মহাশয়া ।" অথচ BJP নিয়ন্ত্রিত একটি ফেসবুক গ্রুপে জনৈক BJP সমর্থক লিখেছেন, "তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তাঁর পিছনে কালো জামা পরে যে ভদ্র লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন করিমপুর বিধানসভার থানাপাড়া থানার বড়বাবু- সুমিত কুমার ঘোষ । গতকাল করিমপুর বিধানসভার উপনির্বাচনে সাংসদ মহুয়ার সঙ্গে তৃণমূলের হয়ে বাড়ি বাড়ি ভোট চাইতে বেরিয়েছেন । তাই সকলকে অনুরোধ করছি এই ছবিটিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে ।" 4 নভেম্বর এই পোস্ট করেন তিনি । পরে তা ভাইরাল হয়ে যায় ।
সেই সূত্র ধরেই তৃণমূলের দাবি, ফেক নিউজ ছড়াচ্ছে BJP । গত 18 অগাস্ট যখন মহুয়া ছবিটি পোস্ট করেন তখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়নি । এই ফেক নিউজ ছড়ানোর পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে । পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর অপরাধে BJP-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর তৃণমূলের চিঠির প্রাপ্তি স্বীকার করেছে ।