শান্তিপুর, 6 সেপ্টেম্বর : কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে ৷ অবিলম্বে ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ BJP-র ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাবলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷
বাবলা গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর পার্টের বিবেকানন্দ নগরের অরবিন্দ পল্লিতে 2016-17 সালে একটি কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়৷ অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে ঢালাই রাস্তা নির্মাণের ব্যয় সংক্রান্ত একটি বোর্ড বসানো হলেও নির্মিত হয়নি ঢালাই রাস্তা ৷ শুধু তাই নয়, 2017-18 সালেও একই রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয় ৷ তাই রাস্তার ধারে বসানো সাইনবোর্ড তুলে নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে গতকাল বিক্ষোভ দেখায় স্থানীয় BJP নেতৃত্ব ৷ পঞ্চায়েতের তরফে বসানো সাইনবোর্ডে লেখা, 84 হাজার 777 টাকা ব্যয়ে অরবিন্দ পল্লিতে ঢালাই রাস্তার নির্মাণ হয়েছে ৷
আরও পড়ুন : পোকা-আধসেদ্ধ রান্না, মিড ডে মিল নিয়ে ক্ষোভ নদিয়ার স্কুলে
স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, রাস্তা নির্মার্ণের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড ৷ তাদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে৷ যারা বেআইনিভাবে রাস্তা নির্মাণের বরাদ্দ টাকা আত্মসাৎ করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ৷ পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ ৷
বাবলাগ্রামের তৃণমূল পঞ্চায়েত প্রধান উন্নতি সর্দার বলেন, গত পঞ্চায়েত বোর্ডের সময় ওই রাস্তা নির্মাণের টাকা বরাদ্দ করা হয় ৷ কিন্তু অরবিন্দ পল্লিতে ঢালাই রাস্তা নির্মাণের বদলে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে ৷ তবে সাইনবোর্ডটি অরবিন্দ পল্লিতেই বসানো হয়েছে ৷ বিষয়টি আগের পঞ্চায়েত বোর্ডই বলতে পারবে ৷ কোনও রকম আর্থিক তছরুপ হয়নি ৷ অভিযোগ পাওয়ার পর BDO সুজিত দেবনাথ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে৷