ETV Bharat / state

BJP Inner Clash In krishnanagar : 10 বিজেপি নেতার ইস্তফা, ক্ষোভ প্রকাশ বিজেপি কিষাণ মোর্চার নেতার - BJP Inner Clash In krishnanagar

10 বিজেপি নেতার ইস্তফা দেওয়া নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি কিষাণ মোর্চার নেতা মহাদেব সরকার (BJP Inner Clash In krishnanagar) ৷

BJP Inner Clash In krishnanagar
10 বিজেপি নেতার ইস্তফা
author img

By

Published : Apr 17, 2022, 10:56 PM IST

নদিয়া, 17 এপ্রিল: নির্বাচনের ফল প্রকাশের পরেই হারের কারণ জানতে পর্যালোচনা বৈঠকে বসেছিল বিজেপি ৷ তার মধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতার ইস্তফায় বিজেপির অন্দরমহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ তা নিয়েই মুখ খুললেন বিজেপি কিষাণ মোর্চার নেতা মহাদেব সরকার (BJP Inner Clash In krishnanagar) ৷

এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘এ বিষয়ে এখনও আমি কিছু জানতে পারিনি । যদি কোনও ক্ষোভ থেকে থাকে তাহলে দলের অভ্যন্তরে বিষয়টি রাখাই উচিত ছিল ।'' এটি মিডিয়ার সামনে তুলে ধরা উচিত হয়নি বলে জানান তিনি । পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় বিজেপির এতজন নেতার ইস্তফাপত্র অনেকটাই সমস্যায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: BJP District Committee: কলকাতা জেলা কমিটির ঘোষণা, ইস্তফা দিলেন সুনিতা ঝাওয়ার

দলীয় সূত্রে খবর, দলের যারা জেলা কমিটিতে নতুন সদস্যপদ পেয়েছে তাঁরা ঠিকমতো কাজ করছে না । শুধু তাই নয়, নতুন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস বিভিন্ন ক্ষেত্রে পুরনো কর্মীদের দূরে সরিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ । যার কারণে দিন দিন ফল খারাপ হচ্ছে বিজেপির । সেই কারণেই জেলা বিজেপির পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছেন 10 জন নেতা ।

নদিয়া, 17 এপ্রিল: নির্বাচনের ফল প্রকাশের পরেই হারের কারণ জানতে পর্যালোচনা বৈঠকে বসেছিল বিজেপি ৷ তার মধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতার ইস্তফায় বিজেপির অন্দরমহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ তা নিয়েই মুখ খুললেন বিজেপি কিষাণ মোর্চার নেতা মহাদেব সরকার (BJP Inner Clash In krishnanagar) ৷

এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘এ বিষয়ে এখনও আমি কিছু জানতে পারিনি । যদি কোনও ক্ষোভ থেকে থাকে তাহলে দলের অভ্যন্তরে বিষয়টি রাখাই উচিত ছিল ।'' এটি মিডিয়ার সামনে তুলে ধরা উচিত হয়নি বলে জানান তিনি । পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় বিজেপির এতজন নেতার ইস্তফাপত্র অনেকটাই সমস্যায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: BJP District Committee: কলকাতা জেলা কমিটির ঘোষণা, ইস্তফা দিলেন সুনিতা ঝাওয়ার

দলীয় সূত্রে খবর, দলের যারা জেলা কমিটিতে নতুন সদস্যপদ পেয়েছে তাঁরা ঠিকমতো কাজ করছে না । শুধু তাই নয়, নতুন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস বিভিন্ন ক্ষেত্রে পুরনো কর্মীদের দূরে সরিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ । যার কারণে দিন দিন ফল খারাপ হচ্ছে বিজেপির । সেই কারণেই জেলা বিজেপির পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছেন 10 জন নেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.