তাহেরপুর, 17 মার্চ : তাহেরপুর পৌরসভার গেটের সামনে বিক্ষোভ মিছিল BJP-র । পরে ডেপুটেশন জমা দেয় তারা ।
আজ তাহেরপুর পৌরসভার সামনে BJP-র তাহেরপুর মণ্ডল কমিটির সদস্যরা বিক্ষোভ দেখান । 13 মার্চ তাহেরপুর পৌরসভায় ডেপুটেশন জমা দিতে গেলে পৌরপিতা তা জমা নেয়নি । এরপর বিক্ষোভ দেখায় তারা । পরে পুলিশের মধ্যস্থতায় 17 মার্চ ডেপুটেশন জমা দেওয়ার দিন ঠিক হয় ।
আজ BJP-র কর্মীরা তাহেরপুর পৌরসভায় ডেপুটেশন জমা দেন । তাহেরপুর মণ্ডল BJP-র সভাপতি কৃষ্ণগোপাল সরকার বলেন, "এই পৌরসভাটি বর্তমানে দুর্নীতিতে ভরে গেছে । রাস্তা থেকে শুরু করে আবাস যোজনার মতো একাধিক বিষয়ে দুর্নীতি হচ্ছে । পৌরপিতার সঙ্গে কথা বলে 16 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছি । আগামী দিনে যদি এই দাবিগুলি নিয়ে তদন্ত না হয় তাহলে বড়সড় আন্দোলনে যাব । "
BJP-র তোলা অভিযোগকে অস্বীকার করেছে তাহেরপুর পৌরসভার পৌরপিতা রতন রঞ্জন রায় । তিনি বলেন, "তাহেরপুর পৌরসভা সবথেকে স্বচ্ছ পৌরসভা । এখানে কোনও দুর্নীতি নেই । কোথায় দুর্নীতি হচ্ছে তা প্রমাণ করে দেখাক । তবে কিছু কিছু বিষয়ে নজর রাখার প্রয়োজন রয়েছে, সেগুলো আমি নিজেই খতিয়ে দেখব ।"