শান্তিপুর, 2 এপ্রিল : প্রিজন ভ্যান ৷ তারের জাল দিয়ে ঘেরা একটা গাড়ি, যা বন্দিদের নিয়ে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হয় ৷ যে গাড়ির সুরক্ষা থাকে প্রায় নিশ্ছিদ্র, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷
কিন্তু সেই প্রিজন ভ্যানের বালাই নেই নদীয়ার শান্তিপুর থানায় ৷ সেখানকার পুলিশ আধিকারিকরা অভিযুক্তদের আদালতে নিয়ে যান অটোতে (Bengal Police using Auto to send Accused to produce in Court) ৷ শনিবার সেই ছবিই ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷
সেখানে দেখা গেল, থানা থেকে দুই অভিযুক্তকে বের করে তোলা হল একটি অটোতে ৷ সঙ্গে একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার ৷ অটোটি যে পুলিশের কাজে ব্যবহার করা হচ্ছে, তা বোঝাতে রাখা হয়েছে একটি পুলিশ লেখা স্টিকার ৷
শান্তিপুর থানা (Nadia Shantipur PS) থেকে আদালতের দূরত্ব প্রায় 15 কিলোমিটার ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে এমন নিরাপত্তা ছাড়া কীভাবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ? মাঝপথে দুর্ঘটনা হতে পারে ৷ আবার নিরাপত্তার ঢিলেঢালা পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দিরা পালানোর সুযোগও পেয়ে যেতে পারে ৷ তেমন কিছু হলে দায় কি শান্তিপুর থানার উপরই বর্তাবে না ?
যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । পরে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ।
আরও পড়ুন : Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার