ETV Bharat / state

Police Auto Controversy : অটোয় অভিযুক্তদের নিয়ে আদালতের পথে পুলিশ, প্রশ্নের মুখে শান্তিপুর থানা - অটোয় অভিযুক্তদের নিয়ে আদালতের পথে পুলিশ

অটোয় নদীয়ার শান্তিপুর থানা (Nadia Shantipur PS) থেকে দুই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হয় শনিবার (Bengal Police using Auto to send Accused to produce in Court) ৷ সেই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷

bengal police using auto to send accused to produce in court
Police Auto Controversy : অটোয় অভিযুক্তদের নিয়ে আদালতের পথে পুলিশ, প্রশ্নের মুখে শান্তিপুর থানা
author img

By

Published : Apr 2, 2022, 3:33 PM IST

শান্তিপুর, 2 এপ্রিল : প্রিজন ভ্যান ৷ তারের জাল দিয়ে ঘেরা একটা গাড়ি, যা বন্দিদের নিয়ে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হয় ৷ যে গাড়ির সুরক্ষা থাকে প্রায় নিশ্ছিদ্র, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

কিন্তু সেই প্রিজন ভ্যানের বালাই নেই নদীয়ার শান্তিপুর থানায় ৷ সেখানকার পুলিশ আধিকারিকরা অভিযুক্তদের আদালতে নিয়ে যান অটোতে (Bengal Police using Auto to send Accused to produce in Court) ৷ শনিবার সেই ছবিই ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷

সেখানে দেখা গেল, থানা থেকে দুই অভিযুক্তকে বের করে তোলা হল একটি অটোতে ৷ সঙ্গে একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার ৷ অটোটি যে পুলিশের কাজে ব্যবহার করা হচ্ছে, তা বোঝাতে রাখা হয়েছে একটি পুলিশ লেখা স্টিকার ৷

শান্তিপুর থানা (Nadia Shantipur PS) থেকে আদালতের দূরত্ব প্রায় 15 কিলোমিটার ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে এমন নিরাপত্তা ছাড়া কীভাবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ? মাঝপথে দুর্ঘটনা হতে পারে ৷ আবার নিরাপত্তার ঢিলেঢালা পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দিরা পালানোর সুযোগও পেয়ে যেতে পারে ৷ তেমন কিছু হলে দায় কি শান্তিপুর থানার উপরই বর্তাবে না ?

Police Auto Controversy : অটোয় অভিযুক্তদের নিয়ে আদালতের পথে পুলিশ, প্রশ্নের মুখে শান্তিপুর থানা

যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । পরে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

শান্তিপুর, 2 এপ্রিল : প্রিজন ভ্যান ৷ তারের জাল দিয়ে ঘেরা একটা গাড়ি, যা বন্দিদের নিয়ে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হয় ৷ যে গাড়ির সুরক্ষা থাকে প্রায় নিশ্ছিদ্র, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

কিন্তু সেই প্রিজন ভ্যানের বালাই নেই নদীয়ার শান্তিপুর থানায় ৷ সেখানকার পুলিশ আধিকারিকরা অভিযুক্তদের আদালতে নিয়ে যান অটোতে (Bengal Police using Auto to send Accused to produce in Court) ৷ শনিবার সেই ছবিই ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷

সেখানে দেখা গেল, থানা থেকে দুই অভিযুক্তকে বের করে তোলা হল একটি অটোতে ৷ সঙ্গে একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার ৷ অটোটি যে পুলিশের কাজে ব্যবহার করা হচ্ছে, তা বোঝাতে রাখা হয়েছে একটি পুলিশ লেখা স্টিকার ৷

শান্তিপুর থানা (Nadia Shantipur PS) থেকে আদালতের দূরত্ব প্রায় 15 কিলোমিটার ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে এমন নিরাপত্তা ছাড়া কীভাবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ? মাঝপথে দুর্ঘটনা হতে পারে ৷ আবার নিরাপত্তার ঢিলেঢালা পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দিরা পালানোর সুযোগও পেয়ে যেতে পারে ৷ তেমন কিছু হলে দায় কি শান্তিপুর থানার উপরই বর্তাবে না ?

Police Auto Controversy : অটোয় অভিযুক্তদের নিয়ে আদালতের পথে পুলিশ, প্রশ্নের মুখে শান্তিপুর থানা

যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । পরে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.