ETV Bharat / state

20 বছর পর ভোটের ময়দানে নেমে জয়ী বিজেপির মুকুল রায় - mukul roy

কুড়ি বছর পর দ্বিতীয়বার ভোটে দাঁড়িয়েই জয়লাভ করলেন বিজেপি নেতা মুকুল রায় ৷ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের কৌশানী মুখোপাধ্য়ায়কে হারিেয়ছেন তিনি ৷ সেখানে কয়েক হাজার ভোটে জিতেছেন মুকুল রায় ৷

Bengal Election Result 2021 bjp leader mukul roy win in krishnanagar north assembly
20 বছর পর ভোটের ময়দানে লড়াইয়ে নেমে জয়ী বিজেপির মুকুল রায়
author img

By

Published : May 2, 2021, 7:11 PM IST

কলকাতা, 2 মে : কুড়ি বছর পর দ্বিতীয়বার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মুকুল রায় ৷ এবার বিজেপির হয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের বিরুদ্ধে ৷ প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ তাঁকে হারিয়ে এবার প্রথমবার বিধানসভায় প্রবেশ করতে চলেছেন মুকুল রায় ৷ বিপুল সংখ্যক ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন তিনি ৷

2016 বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে একঘরে হয়ে গিয়েছিলেন মুকুল রায় ৷ যার পর এক এক করে তৃণমূলে গুরুত্ব হারাতে শুরু করেছিলেন তিনি ৷ তারপরেই 2017 সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ শুরু হয় বাংলায় পদ্মশিবিরকে প্রতিষ্ঠা করার লড়াই ৷ যে লড়াইয়ের প্রথম ধাপে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে 18টি আসন জিততে পিছন থেকে সাহায্য করেছিলেন তিনি ৷ এর পরের লড়াই ছিল 2021 সালের বিধানসভা নির্বাচন ৷ যে লড়াইয়ে নিজে জিতলেও, সার্বিকভাবে বিজেপিকে রাজ্যে পদ্ম ফোটাতে ব্যর্থ হলেন মুকুল রায় ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে মুকুল রায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে টেনে নামাবেন ৷ কিন্তু, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ীত হল না ৷ জেলায় জেলায় ঘুরে প্রতিটি ব্লকে ব্লকে বিজেপির হয়ে সংগঠন তৈরি করার কাজ করেছিলেন ৷ কিন্তু, পরিশ্রম যে পুরোপুরি বিফলে গেল তা আজকের ফলের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের

তবে, ক্ষমতায় না এলেও 2016 সালের নির্বাচনে তিনটি আসন থেকে বেড়ে প্রায় 70টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে দাঁড় করিয়ে দিলেন মুকুল রায় ৷ অন্তত এই কথাই বলছেন পোড় খাওয়া রাজনীতিবিদরা ৷ তাঁদের কথায় বিজেপির এই উত্থানের পিছনে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের থেকেও বড় অবদান রয়েছে মুকুল রায়ের ৷ এর পিছনে তাঁদের যুক্তি, বাংলায় তৃণমূলের গ্রাসরুট স্তরে যে শক্তি ছিল ৷ সেই শক্তিকে ভেঙে বিজেপিকে গ্রাম থেকে শহর সর্বত্র বিরোধী হিসেবে হলেও তুলে ধরতে পেরেছেন মুকুল ৷

কলকাতা, 2 মে : কুড়ি বছর পর দ্বিতীয়বার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মুকুল রায় ৷ এবার বিজেপির হয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের বিরুদ্ধে ৷ প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ তাঁকে হারিয়ে এবার প্রথমবার বিধানসভায় প্রবেশ করতে চলেছেন মুকুল রায় ৷ বিপুল সংখ্যক ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন তিনি ৷

2016 বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে একঘরে হয়ে গিয়েছিলেন মুকুল রায় ৷ যার পর এক এক করে তৃণমূলে গুরুত্ব হারাতে শুরু করেছিলেন তিনি ৷ তারপরেই 2017 সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ শুরু হয় বাংলায় পদ্মশিবিরকে প্রতিষ্ঠা করার লড়াই ৷ যে লড়াইয়ের প্রথম ধাপে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে 18টি আসন জিততে পিছন থেকে সাহায্য করেছিলেন তিনি ৷ এর পরের লড়াই ছিল 2021 সালের বিধানসভা নির্বাচন ৷ যে লড়াইয়ে নিজে জিতলেও, সার্বিকভাবে বিজেপিকে রাজ্যে পদ্ম ফোটাতে ব্যর্থ হলেন মুকুল রায় ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে মুকুল রায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে টেনে নামাবেন ৷ কিন্তু, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ীত হল না ৷ জেলায় জেলায় ঘুরে প্রতিটি ব্লকে ব্লকে বিজেপির হয়ে সংগঠন তৈরি করার কাজ করেছিলেন ৷ কিন্তু, পরিশ্রম যে পুরোপুরি বিফলে গেল তা আজকের ফলের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের

তবে, ক্ষমতায় না এলেও 2016 সালের নির্বাচনে তিনটি আসন থেকে বেড়ে প্রায় 70টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে দাঁড় করিয়ে দিলেন মুকুল রায় ৷ অন্তত এই কথাই বলছেন পোড় খাওয়া রাজনীতিবিদরা ৷ তাঁদের কথায় বিজেপির এই উত্থানের পিছনে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের থেকেও বড় অবদান রয়েছে মুকুল রায়ের ৷ এর পিছনে তাঁদের যুক্তি, বাংলায় তৃণমূলের গ্রাসরুট স্তরে যে শক্তি ছিল ৷ সেই শক্তিকে ভেঙে বিজেপিকে গ্রাম থেকে শহর সর্বত্র বিরোধী হিসেবে হলেও তুলে ধরতে পেরেছেন মুকুল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.