ETV Bharat / state

মুকুল রায় বিধায়ক হলে কৃষ্ণনগরের মানুষকে প্রেসিডেন্সি জেলে গিয়ে দেখা করতে হবে, কটাক্ষ কুণাল ঘোষের - Krishnanagar

কৃষ্ণনগর উত্তর বিধানসভায় তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী মুকুল রায়কে নিশানা করলেন কুণাল ঘোষ ৷ মুকুল রায় বিধায়ক হলে কৃষ্ণনগরের মানুষকে তাঁদের প্রয়োজনে প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে দেখা করতে যেতে হবে বলে কটাক্ষ তৃণমূল মুখপাত্রর ৷

bengal-election-2021-kunal-ghosh-mocked-mukul-roy-while-election-campaigning-in-krishnanagar
কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর প্রচারে মুকুল রায়কে কটাক্ষ কুণাল ঘোষের
author img

By

Published : Apr 19, 2021, 5:29 PM IST

কৃষ্ণনগর (নদিয়া), 19 এপ্রিল : কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের প্রার্থী কৌশনী মুখোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন কুণাল ঘোষ ৷ যে প্রচার থেকে বিজেপির প্রার্থী মুকুল রায়কে একহাত নিলেন তিনি ৷ বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, মুকুল রায় বিধায়ক হলে কৃষ্ণনগরের মানুষকে তাঁর সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে যেতে হবে ৷ কারণ সারদা ও নারদাকাণ্ডে মুকুল রায়কে আজ না হোক কাল জেলে যেতেই হবে ৷

কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর প্রচারে মুকুল রায়কে কটাক্ষ কুণাল ঘোষের

আরও পড়ুন : প্রচুর সমর্থন পাচ্ছি, প্রচারে বেরিয়ে দাবি কৌশানীর

মুকুল রায়কে নিশানা করে তৃণমূল মুখপাত্র এও বলেন, ‘‘সারদা ও নারদাকাণ্ডে জেলে যাওয়ার হাত থেকে বাঁচতেই বিজেপিতে ভিড়েছেন মুকুল রায় ৷ তবে, বিজেপিতে গেলেও তাঁর জেল যাওয়া কেউ আটকাতে পারবে না ৷’’ পাশাপাশি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী 20 হাজারের বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী কুণাল ঘোষ ৷ এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সিলভি সাহা যেন তাঁর ব্যক্তিগত ভোটটা তৃণমূলের প্রার্থীকে দেন, সেই আবেদনও করেন কুণাল ঘোষ ৷

কৃষ্ণনগর (নদিয়া), 19 এপ্রিল : কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের প্রার্থী কৌশনী মুখোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন কুণাল ঘোষ ৷ যে প্রচার থেকে বিজেপির প্রার্থী মুকুল রায়কে একহাত নিলেন তিনি ৷ বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, মুকুল রায় বিধায়ক হলে কৃষ্ণনগরের মানুষকে তাঁর সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে যেতে হবে ৷ কারণ সারদা ও নারদাকাণ্ডে মুকুল রায়কে আজ না হোক কাল জেলে যেতেই হবে ৷

কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর প্রচারে মুকুল রায়কে কটাক্ষ কুণাল ঘোষের

আরও পড়ুন : প্রচুর সমর্থন পাচ্ছি, প্রচারে বেরিয়ে দাবি কৌশানীর

মুকুল রায়কে নিশানা করে তৃণমূল মুখপাত্র এও বলেন, ‘‘সারদা ও নারদাকাণ্ডে জেলে যাওয়ার হাত থেকে বাঁচতেই বিজেপিতে ভিড়েছেন মুকুল রায় ৷ তবে, বিজেপিতে গেলেও তাঁর জেল যাওয়া কেউ আটকাতে পারবে না ৷’’ পাশাপাশি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী 20 হাজারের বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী কুণাল ঘোষ ৷ এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সিলভি সাহা যেন তাঁর ব্যক্তিগত ভোটটা তৃণমূলের প্রার্থীকে দেন, সেই আবেদনও করেন কুণাল ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.