কৃষ্ণনগর, 20 মার্চ : এলাকার বর্তমান বিধায়ক বোবা ৷ বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না ৷ ঘুমিয়ে পড়েন ৷ প্রচারের শুরুতেই এলাকার বর্তমান বিধায়ক তথা উজ্জ্বল বিশ্বাসকে এভাবেই তোপ দাগলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকার ৷
বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর শুক্রবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মহাদেব সরকার । এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তাঁর অভিযোগ, মন্ত্রী রাজ্যের জন্য তো দুরঅস্ত, এলাকার জন্য কিছু করে উঠতে পারেননি ৷ তিনি বলেন, রাজ্যের মন্ত্রীরা ডাহা ফেল ৷ মন্ত্রীদের মার্কশিট তৈরি হলে শীর্ষে থাকবেন এই কেন্দ্র থেকে বিগত দশ বছর ধরে যিনি প্রতিনিধিত্ব করছেন ৷ সংবাদমাধ্যমই দেখিয়েছে রাজ্যের মন্ত্রী বিধাসভায় গিয়ে ঘুমোন ৷ 365 দিন ধুবুলিয়ার তৃণমূল পার্টি অফিসে কাটান ৷
আরও পড়ুন : মেয়েদের পোশাক নিয়ে পুরানো মন্তব্যেই অনড় চিরঞ্জিত, সমালোচনায় বিরোধীরা
তাঁর আরও অভিযোগ, এশিয়ার বৃহত্তম টিভি হাসপাতাল ছিল ধুবুলিয়ায় ৷ কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে এই হাসপাতালের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে ৷ সবাই জানে এর জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস ৷ মহাদেব সরকার বলেন, বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না মন্ত্রীমশাই ৷ তাঁর মতো বোবা মানুষকে এলাকার জনগণ চাইছে না ৷