কৃষ্ণনগর, 15 এপ্রিল : পশ্চিমবঙ্গে বসবাসকারী এমন একজন বিজেপি সদস্যকে দেখান, যাঁর পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য সাথী কার্ড পাননি ৷ যুবশ্রী, কন্যাশ্রীর সুবিধা পাননি ৷ কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরও আজ পর্যন্ত বাংলার কোন মানুষ তাঁর ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে 15 লাখ টাকাও পাননি ৷ পূর্ণ হয়নি কেন্দ্রের দেওয়া চাকরির প্রতিশ্রুতিও ৷ বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে এসে একথা বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷
বৃহস্পতিবার বিকেলে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্য়ায়ের সমর্থনে প্রচার কর্মসূচিতে সামিল হন অভিষেক ৷ যোগ দেন বর্ণাঢ্য শোভাযাত্রায় ৷ এদিনের এই কর্মসূচি ঘিরে তৃণমূলের কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷
আরও পড়ুন : কামারহাটিতে প্রচারে বিমান বসু
শোভাযাত্রার পর কৃষ্ণনগরের বেলেডাঙ্গা মোড় এলাকায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ আগাগোড়া গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তিনি ৷ বক্তব্য রাখেন প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ও ৷